কয়রা উপজেলার ৬নং কয়রা গোবিন্দ জিউ ঠাকুর মন্দিরে সনাতন ধর্মীয় লোকজনদের সাথে মতবিনিময় করেছেন কয়রা উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। গতকাল ১১ আগস্ট বিকাল ৫ টার সময় মন্দির প্রাঙ্গনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় এলাকার শান্তি শৃংখলা ভাল রেখে সকল ধর্মীয় লোকজন একে অপরের সাথে সৌহার্দ্য সম্পর্ক বজায় রেখে বসবাস করার আহবান জানান বিএনপি নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বলেন, এলাকায় কোন রকম অরাজগতা সৃষ্টি করতে দেওয়া হবেনা। সন্ত্রাসীরা যে দলের হোক তাদেরকে প্রতিহত করতে হবে। মত বিনিময় সভায় উপস্থিত মানুষের উদ্দেশ্য বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ হাসান। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা সালাউদ্দিন লিটন, শহিদুল্যাহ শাহিন, বুল বাশার, আবুল বাশার ডাবলু, যুবদল নেতা আছাদুল ইসলাম, মিজানুর রহমান লিটন, আনারুল ডাবলু,মিজানুর রহমান লিটু সিরাজুল ইসলাম, সাহেব আলী সানা, ছাত্রদলের আহ্বায়ক আরিফ বিল্যাহ সবুজ, সদস্য সচিব মাহমুদ হাসান সহ বিএনপি ও তার অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ।