ঝিনাইদহের কোটচাঁদপুরে জেলা ও উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে কোটচাঁদপুর উপজেলা ও পৌর বিএনপি’র নেতৃবৃন্দের মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১আগষ্ট) বিকালে বাজারের কালিবাড়ী সিদ্ধেশ্বরী মন্দিরে কোটচাঁদপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি দেবদাস ভট্টাচার্যের সভাপতিত্বে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি নারান চন্দ্র রায়, কোটচাঁদপুর উপজেলা বিএনপি’র সভাপতি আবদুর রাজ্জাক, পৌর সভাপতি ও সাবেক মেয়র সালাহউদ্দীন সিডল, সাবেক কাউন্সিলর ও জেলা বিএনপির যুগ্ন সম্পাদক ফারুক হোসেন খোকন, শিক্ষক দিবস চন্দ্র সিং, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল কাশেম, জেলা বিএনপি’র যুগ্ন সাধারণ সম্পাদক শাহাজাহান আলী, মাহবুব রহমান শেখর, আসিফ ইকবাল মাখম, ঝিনাইদহ সদর উপজেলার হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি চন্দন বসু মুক্ত, জেলা বিএনপি’র সদস্য একরামুল হক, কোটচাঁদপুর উপজেলা বিএনপি’র যুগ্ন সাধারণ সম্পাদক সাংবাদিক আলমগীর খান, যুব নেতা মাহফুজুল আলম মামুন প্রমূখ। এছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ বলেন- দেশে উদ্ভূত পরিস্থিতির মধ্যে কোটচাঁদপুরে হিন্দু সম্প্রদায়ের প্রতি অশোভন আচারণ কেউ করেনি। আগামীতেও কেউ করবেনা। আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই আগামী দিনের পথচলতে চাই বা চলে আসছি। নেতৃবৃন্দ পরে উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে হিন্দু সম্প্রদায়ের সাথে দেখা করে খোঁজ খবর নেন।