যশোরের কেশবপুরে রোববার দুপুরে সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর থানা প্রাঙ্গণে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষের উপস্থিতিতে ওই মতবিনিয় সভার আয়োজন করা হয়। সমসাময়িক বিষয়ের উপর উন্মুক্ত আলোচনায় বক্তাদের বিভিন্ন কথা শুনে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন মেজর সাদমান। মতবিনিময় সভায় বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তুহিন হোসেন, সহকারী পুলিশ সুপার দাউদ হোসেন, কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আবদুস সামাদ বিশ্বাস, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোক্তার আলী, কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দীন আলা, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি পঙ্কজ কুমার দাস, বণিক সোসাইটির সভাপতি এম ওয়াদুদ, কেশবপুর থানার পরিদর্শক (তদন্ত) দেবাশীষ রায়, উপপরিদর্শক (এসআই) আবুল হোসেন, জামায়াতে ইসলামীর ছাত্র বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ওজিয়ার রহমান, ছাত্রদল নেতা অহিদুর রহমান অন্তু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক স¤্রাট প্রমুখ। মতবিনিময় সভায় আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত ইসলামী, জনপ্রতিনিধি, সাংবাদিক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, ব্যবসায়ী সমিতি, সুশীল সমাজ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, পুলিশ কোন রাজনৈতিক দলের না হয়ে ‘জনতার পুলিশ’ হতে চাই। এ ব্যাপারে তিনি সকলের সহযোগিতা চেয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তুহিন হোসেন বলেন, পুলিশ ব্যতীত কোন কাজই করা সম্ভব নয়। পুলিশ যাতে স্বাভাবিক কাজ করতে পারে, এজন্য তাদেরকে সহযোগিতা করতে হবে। মেজর সাদনাম বলেন, পুলিশ জনগণের সেবক। পুলিশ যাতে নির্বিঘেœ জনগণের সেবা দিতে পারে সেজন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন।