সকল ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই এক পরিবার, সংখ্যালঘু নয় আপনারা আমার পরিবারের সদস্য। আমরা সবাই একসাথে বসবাস করতে চাই। এই এলাকায় অনেক শিক্ষক আছেন যারা আমার শিক্ষক ছিলেন। এবং কেউ আমার মামা কেউ আমার ভাগ্নে। আমরা হিন্দু মুসলিম সবাই একসাথে সোহার্দ্যপূর্ণ ভাবে বসবাস করবো। সন্ত্রাসীদের ষড়যন্ত্র থেকে রক্ষা পেতে আমরা সবাই সজাগ থাকবো। প্রয়োজনে যে কোনো সমস্যায় আমাকে ফোন দিবেন, যোগাযোগ রক্ষা করবেন, সকল সমস্যার সমাধানে ইনশাল্লাহ্ পাশে থাকবো।
রোববার (১১ আগষ্ট) দুপুরে লালপুর উপজেলার মাধবপুর, পালপাড়া, জৌতদৈবকী গ্রামের সনাতন ধর্মাবলম্বীদের খোঁজ খবর ও লালপুর উপজেলার ঐতিহ্যবাহী বুধপাড়া কালি মন্দির পরিদর্শন কালে এসব কথা বলেন-বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু।
এ সময় উপস্থিত ছিলেন, বুধপাড়া শ্রী শ্রী কালী মাতা মন্দিরের সভাপতি শ্রী শতদল কুমার পাল, সাধারণ সম্পাদক আনন্দ মোহন সাহা, আশীষ কুমার সরকার সুইটজোতদৈবকী শিব মন্দির কমিটি ও উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সভাপতি দ্বীপেন্দ্রনাথ সাহা, মাধবপুর শ্রী শ্রী কালী মন্দির কমিটির সভাপতি অসিত কুমার সাহা, সাধারণ সম্পাদক বিমল কুমার কুন্ডু প্রমুখ। এ সময় সনাতন ধর্মাবলম্বী নারী পুরুষ সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী উপস্থিত ছিলেন।