ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বিভিন্ন মোড়ে ও সড়কের যানজট নিরসনে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। প্রতিদিনের ন্যায় রোববার সকাল থেকে পৌর শহরের বিভিন্ন রাস্তার মোড়ে যানজট নিরসনের জন্য শিক্ষার্থীদের কাজ করতে দেখা যায়। সরজমিনে দেখা যায়, সড়কে অবস্থান নিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন শিক্ষার্থীরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার গুরুত্বপূর্ণ জামতলা মোড়, চাঁদনী মোড়, শিবগঞ্জ মোড়, ষ্টেশন রোড সহ বিভিন্ন রাস্তার মোড়ে দায়িত্ব পালন করেন তারা। কারো হাতে লাঠি, মুখে বাঁশি। ট্রাফিক পুলিশের মতো ইশারা ইঙ্গিতের মাধ্যমে গাড়ি চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছেন শিক্ষার্থীরা। তারা জানান, সব কিছু ঠিক হয়ে যাওয়ার আগ পর্যন্ত আমরা ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে কাজ করে যাব। তাদের এমন উদ্যোগ দেখে লোকজন প্রশংসা করেন। এছাড়াও এই কাজে প্রশংসা করে তাদের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। শিক্ষার্থীদের পাশে থেকে সহযোগিতা করতে আনসাররা মাঠে নেমেছেন। এ বিষয়ে গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া ইয়াসমিন বলেন, শিক্ষার্থীরা যে উদ্যোগ নিয়েছেন তা সত্যিই প্রশংসার দাবিদার।