পটুয়াখালীর কলাপাড়ায় ৫ আগষ্টের পর দখল ও সন্ত্রাসে অতিষ্ঠ মানুষের নিরাপত্তায় সবসময় মাঠে থাকার ঘোষণা দিয়েছেন ইসলামি আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা ও কলাপাড়ার শাখার সভাপতি মুফতি মো. হাবিবুর রহমান। রোববার বিকালে কলাপাড়া প্রেসক্লাবে ইসলামি আন্দোলন বাংলাদেশ আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, কলাপাড়া উপজেলাবাসী শান্তি প্রিয়। সকল দল মত নির্বিশেষে সকলে সুখে শান্তিতে বসবাস করবে এটাই আমাদের কাম্য। কিন্তু আমরা আবার কি দেখতে পাচ্ছি। ইতোমধ্যে একদল দখলদার, চাঁদাবাজদের দৌরত্ব এতই বেড়ে গেছে যে, কলাপাড়ার মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলছে। আমরা ইসলামি আন্দোলন বাংলাদেশ এর পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি। একই সাথে ইসলামি আন্দোলন বাংলাদেশের কেন্দ্র ঘোষিত ৯ দফা দাবি বাস্তবায়নের দাবি করেন। তিঁনি বলেন, কলাপাড়া উপজেলা প্রশাসনের নিকট আবেদন জানাচ্ছি যে, লুটেরা, দখলবাজদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শান্তির ব্যাবস্থা করুন। অন্যথায় ছাত্র তৌহিদ জনতাকে সাথে নিয়ে ইসলামি আন্দোলন বাংলাদেশ যা করার তাহাই করবে। আমরা কলাপাড়াবাসীর পাশে আছি এবং থাকবো। আমরা কলাপাড়াবাসীর সুখ-দুখের অংশীদার। ইতিমধ্যেই আমরা দেখেছি কলাপাড়া বাসস্টান্ড, মহিপুর, আলীপুর এবং পর্যটন কেন্দ্র কুয়াকাটায় ব্যাপক দখল বানিজ্য, চাঁদাবাজি ও হামলা, ভাংচুর ও জখমের অসংখ্য প্রমাণ পেয়েছি। শুধু তাই নয় লুটেরা চক্র গ্রাম-গঞ্জে ঢুকেও বাড়ি-ঘর ভাংচুর, জমি-জমা দখল এবং সাধারণ মানুষকে ভয়-ভীতী প্রদর্শন করেছে। এ চাঁদাবাজ, লুটেরা এবং দুষ্কৃতিকারীরা একটি রাজনৈতিক দলের চিহ্নিত সন্ত্রাসী। মুফতি মো. হাবিবুর রহমান বলেন, ছাত্র-জনতার রক্ত ত্যাগের বিনিময়ে ৫ আগস্ট বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করেছে। এই স্বাধীন বাংলাদেশ কোন সন্ত্রাস চাঁদাবাজও লুটেরাদের ঠাঁই নেই। ইসলামি আন্দোলন বাংলাদেশ কলাপাড়া শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা আসাদুজ্জামান ইউসুফের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি অ্যাডভোকেট মাওলানা মোস্তাফিজুর রহমান, মুফতি মাওলানা নাইমুল ইসলাম, অ্যাডভোকেট জেড এম কাওসার, সাধারণ সম্পাদক মাওলানা মনিরুল ইসলাম মাওলানা মনিরুল ইসলাম, ছাত্র আন্দোলন সভাপতি হাফেজ মো. নোমান প্রমুখ।