ময়মনসিংহের গফরগাঁওয়ে শহরজুড়ে সৃষ্ট ময়লা আবর্জনা পরিস্কারের পরিচ্ছন্নতার কার্যক্রম করছে গফরগাঁও উপজেলা রেড ক্রিসেন্ট দল। রোববার সকাল থেকে গফরগাঁও উপজেলা রেড ক্রিসেন্ট দলের ইয়ুথ লিডার আজাহারুল ইসলাম মৃদুল এর নেতৃত্বে দিনভর পৌর শহরের জামতলা মোড় থেকে কলেজ রোড, ষ্টেশন রোড, মধ্যবাজার, চাঁদনী মোড় হয়ে বিভিন্ন সড়কের মোড়গুলো ও আশে পাশের এলাকার রাস্তা- ড্রেন ময়লা আবর্জনা পরিস্কার করে রেড ক্রিসেন্টের সদস্যরা। দেশ পরিচ্ছন্নতা কাজে উৎসাহের সাথে কার্যক্রম করে সবাই। তাদের এমন মহতী উদ্যোগে ব্যবসায়ী ও সাধারণ পথচারীরা প্রশংসা করেছেন।