দিনাজপুরের কাহারোলে গত ৫ আগস্ট বিকালে কাহারোল উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ অফিস ভাংচুর করেছে উত্তেজিত জনতা। অফিসের ৪ লক্ষ ১৩ হাজার ৫ শত টাকা নগদসহ অন্যান্য আসবাবপত্র কম্পিউটার সহ প্রায় ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অত্র অফিসের ম্যানেজার মোঃ আবদুস সবুর জানিয়েছেন। গত কাল দুপুরে কাহারোল উপজেলা নির্বাহী অফিসার ও ক্রেডিট ইউনিয়নের সভাপতি মোঃ মাহাবুবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ রোস্তম আলীসহ বিভিন্ন কর্মকর্তাগণ ওই অফিসের ক্ষয়ক্ষতি পরিদর্শন করেন।