কয়রায় মিথ্যা অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে উপজেলার শিমলারআইট গ্রামের ইসমাইল সানার পুত্র আমিনুল ইসলাম। রোববার (১১ আগষ্ট) বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি বলেন, গত ১০ আগস্ট সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের একই এলাকার নাজমা খাতুন যে সকল অভিযোগ করেছে তা সম্পুর্ন মিথ্যা ও ভিত্তিহীন। তিনি বলেন, প্রকৃত ঘটনাটি হলো যে, আমাদের প্রতিপক্ষরা জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করছে। আমরা সরকারের নিকট থেকে ১৯৯৪ সালে ভিপি জমি রাজস্ব প্রদান করে ভোগদখল করে মৎস্য ঘের করে আসেতেছি। এরপর সম্প্রতি উপজেলা নির্বাচনের পর ছাত্রলীগের নেতা আমিনুল, মনিরুল ইসলামের নেতৃত্বে আমাদের প্রতিপক্ষরা জোর করে ঐ মৎস্যঘের দখল করে নেয়। বিষয়টি নিয়ে আমরা আদালতে মামলা দায়ের করি। যা আদালতে মামলা চলমান রয়েছে। বর্তমানে আমরা আমাদের ঘের পুনরায় দখল করে নেই। নেওয়ার পর ঘটনাটি ভিন্নখাতে প্রভাবিত করার জন্য আমাদের বিরুদ্ধে বাড়িঘর ভাংচুর, লুটপাট করার মিথ্যা অপ্রপচার চালানো হচ্ছে। এখানে যুবলীগ নেতা শাহাবুদ্দিন মালীর নেতৃত্ব ঐ সকল বাড়িঘর ভাংচুর করে মালামাল লুট করে নেওয়া হয়নি। আমাদেরকে হয়রানি করতে মিথ্যা অভিযোগ করে হয়রানী করা হচ্ছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে তদন্তপুর্বক সঠিক তথ্য বের করে ব্যবস্থা গ্রহন করতে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছি।