জেলার বাবুগঞ্জ উপজেলার সাদধা ডেইরী ফার্ম এবং বাকেরগঞ্জ উপজেলার চন্দ্রবিন্দু এগ্রো ফার্মে হামলা চালিয়ে ভাঙচুর করে লুটপাট করেছে দুর্বৃত্তরা।
বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সরদার মোঃ খালেদ হোসেন স্বপন অভিযোগ করেন, তার প্রতিষ্ঠিত উপজেলার নতুন চর জাহাপুর এলাকার সাদধা ডেইরী ফার্মে হামলা চালিয়ে প্রায় ১২ লাখ টাকা মূল্যের আটটি গরু জোরপূর্বক নিয়ে গেছে চিহ্নিত বিএনপি নেতারা। ফার্মের ম্যানেজার মোঃ সান্টু অভিযোগ করে বলেন, গত ৭ আগস্ট দুপুর একটার দিকে জাহাঙ্গীর নগর ইউনিয়ন বিএনপির সভাপতি মালেক সিকদার ও সাবেক ইউপি সদস্য রিপন হাওলাদারের নেতৃত্বে তাদের প্রায় ৩০/৩৫ জন সহযোগিরা প্রকাশ্যে ফার্মে হামলা চালিয়ে জোরপূর্বক আটটি গরু নিয়ে যায়। এ সময় তাদের বাঁধা দেয়ায় তাকে (সান্টু) মারধর করে আহত করা হয়। হামলাকারীরা ফার্মের অন্যান্য গরু ও মাছের ঘেরের মাছসহ আওয়ামী লীগ নেতার ইটের ভাটার ইট বিক্রি না করার জন্য তাকে (সান্টু) শ্বাসিয়ে গেছেন।
বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নের পেয়ারপুর সংলগ্ন চন্দ্রবিন্দু এগ্রো ফার্ম, চন্দ্রবিন্দু মডার্ন পলিটেকনিক কলেজ ও চন্দ্রবিন্দু কমপ্লেক্সে হামলা চালিয়ে ভাঙচুর করে লুটপাটসহ অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। চন্দ্রবিন্দু প্রতিষ্ঠানের পরিচালক আবুল কালাম অভিযোগ করেন, গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর দুর্বৃত্তরা রাত নয়টার দিকে চন্দ্রবিন্দু এগ্রো ফার্মের প্রবেশ করে কর্মরত তিনজন কর্মচারীকে মারধর করে বের করে দেয়। পরে ফার্মের মূল্যবান মালামাল লুট করে অগ্নিসংযোগ করে। একইদিন চন্দ্রবিন্দু কমপ্লেক্স ও চন্দ্রবিন্দু মডার্ন পলিটেকনিক কলেজে হামলা চালিয়ে ভাঙচুর করে ছয়টি দোকান এবং একটি ব্যাংক লুট করে।
অপরদিকে গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি এমদাদ হোসেন হাওলাদার অভিযোগ করে বলেন, গত ৭ আগস্ট দিবাগত মধ্যরাতে স্থানীয় কতিপয় বিএনপির কর্মী সমর্থকরা কমলাপুরস্থ গ্রামের বাড়িতে হামলা চালিয়ে তার বসত ঘর কুপিয়ে মারাত্মক ক্ষয়ক্ষতি করেছে। বাবুগঞ্জ উপজেলার মহিলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মৌরিন আক্তার আশা মনি অভিযোগ করে বলেন, স্থানীয় বিএনপির কর্মী সমর্থকরা তার ভরসাকাঠী গ্রামের বাসভবনে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে। তিনি (আশা মনি) আরও অভিযোগ করেন, হামলাকারীরা তাকে হত্যার উদ্দেশ্যে বাসভবনে হামলা চালায়। এ সময় তাকে না পেয়ে বাসভবনে ভাঙচুর চালিয়ে লুটপাট করে।