গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাজারে নিত্যপণ্যের দামের একটি তালিকা ঘুরপাক খেলেও তার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। হাতে গোনা ২/১টি সবজির দাম কমলেও কমেনি মুদি পণ্য ও মাংসের দাম। গত এক সপ্তাহে বরিশালের বাজারে বেড়েছে চালের দামও।
ক্রেতারা বলছেন, ফেসবুকে বাজার দরের তালিকা দেখে পণ্য কিনতে এসে আমরা প্রতিনিয়ত ধোঁকা খাচ্ছি। স্থানীয় বাসিন্দারা জানান, সেনাবাহিনী দাম নির্ধারণ করে দিয়েছে এমন দাবি করে গত কয়েকদিন ধরে নিত্যপণ্যের একটি মূল্য তালিকা সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরপাক খাচ্ছে। নির্ধারিত দামের বাইরে কাউকে পণ্য না কেনার জন্য উৎসাহিত করা হয়েছে। সেই তালিকার সাথে বাজারে বিক্রি হওয়া পণ্যের দামের মিলতো নেই বরং বেশিরভাগ পণ্যই আগের দামে বিক্রি করছেন ব্যবসায়ীরা।
নগরীর হাতেম আলী কলেজ চৌমাথা, বাংলাবাজার, নতুন বাজার ও সাগরদী বাজার ঘুরে দেখা গেছে, অধিকাংশ সবজি আগের দামে বিক্রি হচ্ছে। গত এক সপ্তাহে কমেনি সবজির দাম।
চৌমাথা বাজারের খুচরা কাঁচামাল ব্যবসায়ী শাহিন হাওলাদার বলেন, পাইকারি বাজারের ওপর নির্ভর করে সবজি খুচরা বাজারে বিক্রি হচ্ছে। চৌমাথা বাজারে সবজি ক্রয় করতে আসা নাজমুল ইসলাম বলেন, সেনাবাহিনী বাজার দর নির্ধারণ করে দিয়েছে এমন একটি ফেসবুক পোস্ট দেখে বাজারে এসেছি। তবে বাজারে এসে দেখি প্রতিটি পণ্যই আগের দামে বিক্রি করছেন ব্যবসায়ীরা। আগেও পেঁয়াজ ১১০টাকা কেজি দরে ক্রয় করেছি, আজও সেই একই দামে পেঁয়াজ কিনলাম। ফেসবুকের পোস্ট দেখে ধোঁকা খেয়েছি। শাহেদ আহমেদ নামের অপর এক ক্রেতা বলেন, সেনাবাহিনীর নাম ব্যবহার করে যারা ফেসবুকে অপপ্রচার চালিয়েছে তাদের বিরুদ্ধে অবশ্যই প্রশাসনের ব্যবস্থা গ্রহণ করা উচিত। খোঁজ নিয়ে জানা গেছে, সেনাবাহিনীর পক্ষ থেকে বাজার দর নির্ধারণ করে দেওয়া হয়নি। যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি তালিকা পোস্ট করেছেন তা সম্পূর্ণ মিথ্যে।
অপরদিকে গত তিনদিন থেকে বরিশালের বিভিন্ন কাঁচা বাজার মনিটরিং করতে দেখা গেছে শিক্ষার্থীদের। তারা বিক্রেতাদের পাইকারি ক্রয়ের মেমো পর্যন্ত যাচাই করছেন। বাজার মনিটরিংয়ে থাকা মিলন নামের এক শিক্ষার্থী বলেন, আমরা বাজার মনিটরিং অব্যাহত রেখেছি। জনসাধারণের স্বার্থে কাঁচামাল বিক্রেতাদের প্রতিটি পণ্য সর্বোচ্চ ৫ থেকে ১০ টাকা বেশিতে বিক্রির জন্য অনুরোধ করা হয়েছে।