বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করা শতাধিক শিক্ষার্থীরা বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে গিয়ে নানা অনিয়ম পেয়েছেন। শিক্ষার্থীরা দুইটি টিমে বিভক্ত হয়ে হাসপাতালের বহিঃবিভাগের চিকিৎসকদের কক্ষ ও পথ্য বিভাগ পরিদর্শন করেছেন।
ছাত্র আন্দোলনের বরিশালের সমন্বয়ক শাকিল আহমেদ রোববার দুপুরে জানান, হাসপাতালের বহিঃবিভাগে চিকিৎসকদের কক্ষে গিয়ে বিভিন্ন ওষুধ কোম্পানীর বিক্রয় প্রতিনিধিদের পেয়েছেন। তাদের প্রাথমিকভাবে সতর্ক করে কক্ষ থেকে বের করে দেওয়া হয়। এ সময় চিকিৎসকদের কক্ষের সামনে অবস্থান নেয়া রোগীদের সাথে কথা বলে নানা অসংগতি পেয়েছেন। একইসাথে হাসপাতালের পথ্য বিভাগে গিয়ে পচা-বাসি খাবার ও নোংরা পরিবেশ পেয়েছেন। পরবর্তীতে বিষয়গুলো হাসপাতালের পরিচালক ডাঃ এইচএম সাইফুল ইসলামকে অবহিত করার পর তিনি (পরিচালক) সকল সমস্যা সমাধানে ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।