সকল এলাকায় জানমালের নিরাপত্তা নিশ্চিতসহ শান্তি শৃঙ্খলা রক্ষায় স্থানীয় ছাত্র-জনতার সমন্ময়ে স্বেচ্ছাসেবক বাহিনী তৈরী করা, আন্দোলনে আহতদের চিকিৎসার ব্যবস্থা করা, ট্রাফিক নিয়ন্ত্রতে জড়িত শিক্ষার্থীদের সহায়তা করা, শুধু ক্ষমতার পরিবর্তন নয় শাষনতান্ত্রিক পরিবর্তনের আন্দোলন জোড়দার করাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে লেজুড়ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
রোববার বেলা ১১টায় সাধারণ শিক্ষার্থীবৃন্দের ব্যানারে বৃষ্টি উপেক্ষা করে নগরীর সদররোডে এ কর্মসূচি পালন করা হয়েছে। বরিশাল সরকারী বিএম কলেজ শিক্ষার্থী সুমি হকের সভাপতিত্বে ও বরিশাল ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলামের সঞ্চলনায় মানববন্ধন চলাকালীন সভায় বক্তব্য রাখেন, বিএম কলেজের শিক্ষার্থী জাকির হোসেন, মডেল কলেজ শিক্ষার্থী রিয়া আক্তার, গণসংহতির ছাত্রনেতা জাহিদুল ইসলাম শাকিব প্রমুখ। বক্তারা তাদের চারদফা দাবি আদায়ের পাশাপাশি শিক্ষাঙ্গনে পরিবেশ ফিরিয়ে আনার মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।