দেশজুড়ে সংখ্যালঘুদের ওপর হামলা, হত্যা, মন্দির ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের প্রতিবাদে পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে সনাতন ধর্মাবলম্বীরা।
রোববার (১১ আগস্ট) সকালে পটুয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঘণ্টাব্যাপী সাধারণ সনাতনী নাগরিক ও ছাত্র জনতার ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা সংখ্যালঘু সম্প্রদায়ের সহ¯্রাধিক মানুষ অংশ নেয়।
মানববন্ধন কর্মসূচি শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহীদ মিনারের সামনে থেকে শুরু হয়ে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক নুর কুতুবুল আলম বরাবর ৯ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেন।
এ সময় বক্তব্য রাখেন, পুজা উদযাপন পরিষদের সাবেক সাধারন সম্পাদক ও সাংবাদিক কাজল বরণ দাস, অ্যাডভোকেট সঞ্জয় খাসকেল, সাগর চৌধুরী, প্রিয়ংাকা দাস, তুর্মি দাস, গোপাল প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, গত ৫ আগস্টের পর থেকে বিভিন্ন পাড়া মহল্লায়, ও হিন্দুদের বাসাবাড়িতে অগ্নিসংযোগ ও হামলা করছে দুর্বৃত্তরা। হামলা প্রতিরোধে কেউ এগিয়ে আসেনি। চারদিকে আতঙ্ক বিরাজ করছে। যা এই সময়ে কাম্য হতে পারে না। তারা বলেন, বৈষম্য নিরসনের কথা বলা হলেও এই হামলাকারীদের বিরুদ্ধে কোনো পক্ষই কোনো ব্যবস্থা নিচ্ছে না। এ সময় তারা সব হামলা, নির্যাতনের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে বিচার দাবি করেন। সেই সাথে সংখ্যালঘু সুরক্ষা কমিশন, সংখ্যালঘু মন্ত্রণালয় ও সংসদে ১০ শতাংশ প্রতিনিধিত্ব, সংখ্যালঘু সুরক্ষা আইন সহ ৯ দফা দাবি করেন তারা।