পিরোজপুর জেলায় জাতীয়তাবাদী যুবদলের চার নেতাকে বহিস্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে কেন্দ্রীয় যুবদল তাদেরকে সাধারন সদস্য পদ ও দলীয় পদ থেকে বহিস্কার করে। ১০ আগস্ট শনিবার কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বহিস্কৃতরা হলেন পিরোজপুর জেলা যুবদলের আহ্বায়ক মারুফ হাসান, যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান শেখ রুবেল ও রিয়াজ সিকদার এবং জেলার ভান্ডারিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব শামীম হাওলাদার। বহিস্কৃতদের কোন অপকর্মের দায় দল বহন করবে না এবং দলের সকল পর্যায়ের নেতা-কর্মীকে তাদের সাথে সম্পর্ক না রাখতে প্রেস বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়।