চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হারলা নিধারামপুর সড়কটি ক্ষত-বিক্ষত হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে উপজেলা এলজিইডি আওতাধীন এসড়ক অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে। বৃষ্টিতে সড়কের কার্পেটিং উপড়ে গিয়ে বিভিন্ন স্থানে ক্ষত-বিক্ষত হয়ে যায়। সরেজমিনে দেখা যায়, নিধারামপুর অলি আহমদ তালুকদার বাড়ি ও রোশাঙ্গী পাড়ার প্রায় দুই কিমি: সড়কটি সওজ বিভাগের চন্দনাইশ বরকল সড়কের সাথে সংযুক্ত তবে সংস্কারের অভাবে ক্ষত-বিক্ষত হয়ে পড়লেও কারো দেখার মত নেই বলে চলে। হারলা-নিধারামপুর সড়কটি দিনদিন ক্ষত-বিক্ষত হলে ও জীবনের ঝুকি নিয়ে নিধারামপুর, অলি আহমদ তালুকদার বাড়ি, নাথপাড়া, নয়া পাড়া, হিন্দু পাড়ার লোকজন, শিক্ষার্থী, রোগী এবং বয়স্ক লোকজন চলাচল করে আসছে। এতে স্থানীয় বাসিন্দাদেরকে চলাচলে ক্ষেতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। হিন্দু পাড়ার বাসিন্দা অনিল সর্দ্দার জানান, সংস্কার না করায় সড়কটি ক্ষত-বিক্ষত হয়ে পড়েছে। সাধারণ মানুষের চলাচলের স্বার্থে জরুরি ভিত্তিতে সংস্কার করা প্রয়োজন। এ ব্যাপারে এলজিইডি উপজেলা প্রকৌশলী মো:জুনাইদ আবছার চৌধুরী সাথে যোগাযোগ করা হলে তিনি চলতি অর্থ বছরে সংস্কার কাজ করা হবে বলে জানান।