পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দীর্ঘদিন পরিবেশ নিয়ে কাজ করে যে অভিজ্ঞতা হয়েছে, তা কাজে লাগাব। এটা পুরনো কাজের জায়গা, তাই এই কাজ আমার জন্য চ্যালেঞ্জ নয়।
রোববার (১১ আগস্ট) সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ে নিজ দপ্তরে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছেন সরকারের এই উপদেষ্টা। সকাল ৯টায় সচিবালয়ে আসেন সৈয়দা রিজওয়ানা হাসান। এদিন মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বৈঠকে করেন তিনি।
রিজওয়ানা হাসান বলেন, আমাদের সরকারের দায়িত্বের মধ্যে অন্যতম হচ্ছে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করা।
তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আনদোলনের সমন্বয়করা কীভাবে সরকারের সঙ্গে থেকে কাজ করবেন তা এখনও ঠিক হয়নি। তবে তারা কাজ করবেন সেটা সিদ্ধান্ত হয়েছে।