বছর দুয়েক আগেও হাসপাতাল চত্বরের খোলা জায়গাটি অবহেলায় পড়ে ছিল। ময়লা-আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে থাকত। হাসপাতালের ভেতরটাও ছিল নোংরা।
এখন চারদিক সবুজে ঘেরা। প্রধান ফটকে ঢুকতেই ফুলের বাগান। শোভা পাঁচ্ছে নানা জাতের ফুল। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের ভেতরে-বাইরে ঝকঝকে পরিবেশ। ভেতরে ঢুকতেই জরুরি বিভাগ। জরুরি বিভাগের সামনের টিকেট দেওয়ার রুমটি বেশ পরিপাটি। হাসপাতালটিতে সেবা নিতে এসে এলাকার মানুষ সন্তুষ্ট। এ দৃশ্য লক্ষ্মীপুরের রামগতির ৩১ শর্য্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের। স্বাস্থ্য কমপ্লেক্সটি উপজেলার প্রায় তিন লক্ষ্য মানুষের চিকিৎসার ভরসাস্থল। দীর্ঘদিনের নানা অব্যবস্থাপনা এখন সব বদলে গেছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের বদলে যাওয়ার নেপথ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামনাশিস মজুমদার। পরিবেশগত উন্নয়ন ছাড়াও কমপ্লেক্সটি স্বাস্থ্যসেবায় অনন্য ভূমিকা রাখছে। সীমিত সামর্থ্যরে মধ্যেও পরিবর্তন এসেছে উন্নয়ন ও সেবার ক্ষেত্রে।
স্বাস্থ্য কমপ্লেক্সটি উপজেলা সদর আলেকজান্ডার মেঘনা নদীর পাড়ে অবস্থিত। জেলা শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে। সরেজমিনে গেলে প্রধান ফটক দিয়ে হাসপাতালে ঢুকতেই সবুজে ছাওয়া চত্বর চোখ জুড়িয়ে যায়। হাসপাতালে সামনেই রয়েছে ফুলের বাগান। শোভা পাঁচ্ছে নানা জাতের ফুল। চিকিৎসা নিতে আসা অনেকে চিকিৎসকের সাক্ষাতের জন্য বসে আছেন, কেউ লাইনে দাঁড়িয়ে আছেন। আবার কেউ টিকিট কিনছেন। জরুরি বিভাগের পরেই ইন্টেরিয়র ডেকোরেশন করা নিজের কক্ষে বসে সিসিটিভি ক্যামেরার দৃশ্য মনিটরে পর্যবেক্ষণ করছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামনাশিস মজুমদার।
স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতীয় তলায় পুরুষ ও মহিলা ওয়ার্ডে গিয়ে দেখা যায় পরিচ্ছন্ন পরিবেশ। পরিচ্ছন্নতাকর্মীরা নিয়মিত দিনে কয়েক বার ওয়ার্ডগুলো পরিষ্কার করছেন বলে রোগীরা জানান।
পুরুষ ওয়ার্ডের ৪ নম্বর বিছানায় চিকিৎসাধীন কমলনগর উপজেলার চর ফলকন গ্রামের মো. হানিফ (৬২) বলেন, পেটব্যথা নিয়ে দুদিন আগে ভর্তি হয়েছেন। ভালো সেবা পাঁচ্ছেন। ওষুধ দেওয়া হচ্ছে। খাবারের মানও ভালো। ডাকলে নার্সরাও আসেন। দুই বছর আগেও এই হাসপাতালে এসেছিলেন তিনি। তখন এমন সেবা পাননি বলে জানালেন। মহিলা ওয়ার্ডের ৩ নম্বর বিছানায় চিকিৎসাধীন উপজেলার কলাকোপা গ্রামের তামান্না আক্তার (১৫) জ্বর নিয়ে তিন দিন আগে ভর্তি হয়েছে। তার মা বিবি ফাতেমা বলেন, শৌচাগার ও ওয়ার্ডের ভিতরে নিয়মিত পরিষ্কার করা হচ্ছে। ডাক্তার সময় মত দেখে যান। নার্সদেরকে কোন সমস্যার কথা বললে তারা সমাধান করেন। এই হাসপাতালের অনেক পরিবর্তন হয়েছে। এর আগেও আমরা রোগী নিয়ে আসছিলাম। আগে এমন সুন্দর পরিবেশ ও সেবা ছিল না।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, হাসপাতালের আঙিনা ছিল ময়লা-আবর্জনারস্তুপ ও গরু-ছাগলের চারণভূমি। পরিবেশ থাকত নোংরা। রোগীর উপস্থিতি ছিল কম। এখন সম্পুর্ন পরিস্কার-পরিচ্ছন্ন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, এবছরেই হাসপাতালটি ৩১ শর্য্যা থেকে ৫০ শর্য্যায় উন্নীত করার কথা রয়েছে। এ হাসপাতালটিতে বর্তমানে ইসিজি, আলট্রাসনোগ্রাম, ডেন্টাল ইউনিট, স্বাভাবিক প্রসব, সির্জার, অন্যান্য ছোট-খাটো অপারেশন, প্যাথলজি, ফার্মেসি, করোনা ও ডেঙ্গু পরীক্ষা, গর্ভবতী মা ও শিশুর জন্য এএনসি কর্নার ও ইপিআই বা টিকাদান কর্মসূচি ও ডায়েবেটিস সেবা চালু রয়েছে। এখান থেকে প্রতিজন প্রেশার, ডায়াবেটিস, স্বাশ্বকষ্টের রোগীদের ৩০ দিনের ওষুধ দেওয়া হচ্ছে। গর্ভবতী মহিলাদের ৩০ দিনের সকল ওষুধ দেওয়া হচ্ছে। স্বাভাবিক প্রসব করানো হচ্ছে বছরে সহস্রাধিক। হাসপাতালে ৩২ রকমের পরীক্ষা করানো হয় এবং ভর্তি রোগীদের জন্য ২৪ ঘন্টা পরীক্ষার ব্যবস্থা আছে। এ ছাড়া এই হাসপাতালে কুকুরের কামড়ের ভ্যাকসিন এবং সাপের কামড়ের ভ্যাকসিন অ্যান্টিভেনম এর ব্যবস্থা রয়েছে।
জানা যায়, গত ২০২৩ সালের জানুয়ারী থেকে ডিসেম্বর পর্যন্ত এক বছরে এক হাজার ৫৩০ নারীকে স্বাভাবিক প্রক্রিয়ায় সন্তান প্রসব করানো হয়েছে। চালু রয়েছে ব্রেস্ট ফিডিং ব্যবস্থা ও পাঁচ বছরের নিচে শিশুদের স্বাস্থ্যসেবার জন্য আইএমসিআই (ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট অব চাইল্ডহুড ইলনেস) সেবা।
হাসপাতালটিতে চিকিৎসক, নার্সসহ জনবল দরকার ১৩৬ জন। এর মধ্যে বর্তমানে রয়েছেন ৫৭ জন। বাকি ৭৯টি পদ শূন্য রয়েছে। চিকিৎসকের ৯টি পদের মধ্যে ৪টি পদ শূন্য। মেডিসিন, সার্জারি, এনেসথেসিয়া, গাইনী ও ফিজিক্যাল মেডিসিনের ৫ জন জুনিয়র কনসালটেন্টের মধ্যে মেডিসিনের জুনিয়র কনসালটেন্ট কর্মরত আছেন। এনেসথেসিয়া জুনিয়র কনসালটেন্ট এখানে পদায়ন থাকলেও গত এক বছরের উপরে তিনি অনুপস্থিত রয়েছেন। এ ছাড়া এখানে একজন চিকিৎসা কর্মকর্তা (ইউনানি) রয়েছেন।
হাসপাতালটির সেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করে উপজেলা পরিষদের চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সটি এই উপজেলার তিন লক্ষ্য মানুষের চিকিৎসার একমাত্র ভরসাস্থল। এখানে দীর্ঘদিন নানা অব্যবস্থাপনা ছিল। ডা. কামনাশিস মজুমদারের প্রচেষ্টায় এখানে অনেক পরিবর্তন এসেছে। হাসপাতালের সেবার মান উন্নয়নে তাঁকে পরিষদ থেকে সহায়তা দেওয়া হচ্ছে।
হাসপাতালের আবাসিক চিসিৎসা কর্মকর্তা ডা. ফাতেমা আক্তার বলেন,-গত দুই বছর আগে প্রতিদিন বহির্বিভাগে ৩০ থেকে ৪০ জন চিকিৎসা নিতেন আর আন্তর্বিভাগে ২৫ থেকে ৩০ জন ভর্তি থাকতেন। এখন প্রতিদিন বহির্বিভাগে ৪শ থেকে ৫শ জন রোগী চিকিৎসা নিতে আসেন। আর আন্তর্বিভাগে প্রতিদিন ৭০ থেকে ৮০ জন ভর্তি থাকেন।
ডা. কামনাশিস মজুমদার ২০২০ সালের অক্টোবরে রামগতি উপজেলায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব নেন। যোগদানের পর থেকে এই স্বাস্থ্য কমপ্লেক্সকে মডেল কমপ্লেক্স হিসেবে গড়তে কাজ শুরু করেন। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করে একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেন। এরপর মাত্র দুই বছরে কমপ্লেক্সর চিত্র অনেকখানি পাল্টে দিয়েছেন। স্বাস্থ্য কমপ্লেক্সটিতে অস্ত্রোপচারকক্ষ ছিল তবে অস্ত্রোপচার হতো না। এখন কক্ষ সংস্কার করে অর্থোপেডিক্সসহ বিভিন্ন ছোটখাটো অস্ত্রোপচার করা হয়। সরকারিভাবে ২জন পরিচ্ছন্নতাকর্মী থাকলেও স্থানীয় সংসদ সদস্যের সহায়তায় আরও ৮ জন পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ দেওয়া হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামনাশিস মজুমদার বলেন, ‘প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক নেই। যা আছে, তাই দিয়েই আন্তরিকতার সঙ্গে চিকিৎসাসেবা দিচ্ছি। জরুরি বিভাগে সার্বক্ষণিক ২৪ ঘণ্টা সেবা দেওয়া হচ্ছে। আমাদের লক্ষ্য এ কমপ্লেক্সকে একটি মডেল স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে উন্নীত করা, যাতে চরাঞ্চলসহ এলাকার প্রান্তিক মানুষ হাতের কাছেই স্বাস্থ্যসেবা পান।’
তিনি বলেন, সীমিত সামথ্যের মধ্যেই সেবার ক্ষেত্রেও যুগান্তকরী পরিবর্তন এসেছে। স্বাস্থ্য অধিদপ্তরের মাসিক প্রতিবেদনে, স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালীকরণ (এইচএসএস) রেটিংসে গত এপ্রিল মাসে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সারা দেশে ৩০তম এবং চট্টগ্রাম বিভাগে তৃতীয় স্থান অধিকার করেছে। স্বাভাবিক প্রসব, প্রসবপূর্ব ও পরবর্তী সেবা, হাসপাতাল ব্যবস্থাপনাসহ অন্যান্য সেবা দেওয়ার জন্য এ রেটিং অর্জন করে। স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর সারা দেশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে বিভিন্ন ইনডিকেটর বা পরিমাপক দিয়ে পর্যালোচনা করে এ রেটিং করে।