বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশনা মানতে হবে। কোন দোকানপাট, বাড়িঘর, হিন্দু সম্প্রদায়ের মানুষের উপর হামলা করা যাবে না, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলা করা যাবে না। বেগম খালেদা জিয়া যদি মাফ করে দিতে পারে, তারেক রহমান যদি মাফ করে দিতে পারে, আমরা যদি মাফ করে দিতে পারি, তাহলে আপনারা কেন মাফ করতে পারবেন না।
সকলের ভালোবাসা অর্জন করতে হবে। এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। নাটোরের লালপুর বিএনপি'র কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু নেতা কর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন।
শনিবার (১০ আগষ্ট) বিকেলে ঢাকা থেকে নিজ এলাকায় আসার পথে নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া, গোপালপুর ও লালপুরে পথসভায় যোগ দেন। লালপুর ত্রিমোহিনি চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন বাগাতিপাড়া পৌরসভার মেয়র শরিফুল ইসলাম লেনিন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রানা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজির উদ্দিন বাবু, ফিরোজ হোসেন মিল্টন, গোপালপুর পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবুল খায়ের এ কে, লালপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি এজাজুল হক বাচ্চু সহ ছাত্রদল, যুবদল ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।