প্রতিবন্ধী পিতা মাদক মামলায় জেল-হাজতে আর মা অন্যত্র বিয়ে করে চলে যাওয়ায় জীবিকার তাগিদে লেখাপড়া ছেড়ে বাঁশের আসবাবপত্র তৈরির কাজে নামতে হয়েছে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী শিশু রবি সরেনকে (১৩)।
শিশু রবি সরেন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ৪নং বেতদীঘি ইউনিয়নের চিন্তামন মাহালীপাড়া গ্রামের প্রতিবন্ধী অন্নে সরেন ও সন্ধ্যা হাঁসদার ছোটছেলে। তার লেখপাড়া চলছিল স্থানীয় সিদ্দিসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে। তার ক্লাস রোল ২৬।
প্রতিবন্ধী পিতা অন্নে সরেন মাদক মামলায় জেলা হাজতে আটক আছেন তিন মাস ধরে। পিতা জেল হাজতে যাবার পর মা সন্ধ্যা হাঁসদা ছোটছেলে শিশু রবি সরেনকে বাড়ীতে ফেলে রেখে দুইমেয়েকে সঙ্গে নিয়ে বিয়ে করে চলে গেছেন দ্বিতীয স্বামীর ঘরে। সেই থেকে খেয়ে-না খেয়ে, অবহেলা আর অনাদরে দিন কাটছে শিশু রবি সরেনের। অভাবের তাড়না এবং জীবিকার তাগিদে স্কুল ছেড়ে গামলার ভাত ঢেকে রাখার বাঁশের ঢাকনা তৈরি কাজে যোগ দিয়েছে শিশু রবি সরেন।
ফুলবাড়ী-মাদিলাহাট গ্রামীণ সড়কের চিন্তামন মাহালীপাড়া এলাকার খ্রিস্টান সম্প্রদায়ের গীর্জা চত্বরে বাঁশের তৈরি ভাত ঢাকার ঢাকনা তৈরির কাজ করার সময় কথা হয় শিশু রবি সরেনের সঙ্গে।
অনাগত ভবিষ্যতের দুশ্চিন্তার ছাপ নিয়ে শিশু রবি সরেন অশ্রু সজল চোখে বলে, প্রতিবন্ধী পিতা অন্নে সরেন, মা সন্ধ্যা হাঁসদার পরিবারের তারা তিনবোন আর সে একমাত্র ভাই। পিতা-মাতাসহ চার-ভাইবোনের সুখের সংসার ছিল তাদের। এরমধ্যে বড়বোন কণিকা সরেনের বিয়ে হয়ে চলে গেছে স্বামীর বাড়ীতে। বাড়ীতে রয়েছে পিতা-মাতাসহ দুইবোন ও রবি সরেন। কিন্তু তিন মাস আগে পুলিশ এসে তার পিতাকে বাড়ী থেকে ধরে নিয়ে গেছে, তখন থেকে তার পিতা দিনাজপুর জেলহাজতে। পিতা জেল যাবার পর মা সন্ধ্যা হাঁসদা তার অপর দুইবোন মিনি সরেন ও দীপ্তি সরেনকে সঙ্গে নিয়ে পার্শ্ববর্তী বিরামপুর উপজেলার মামুনপুর গ্রামের বাস চালক ভুট্টুকে বিয়ে করে তাকে (রবি সরেনকে) বাড়ীতে ফেলে রেখে চলে গেছেন নতুন স্বামীর বাড়ীতে। সেই থেকে শিশু রবি সরেন কিছুদিন চাচা আঞ্জিলুস সরেন ও চাচি মিনা হাঁসদার বাড়ীতে থাকার পর লেখাপড়া ছেড়ে দিয়ে জীবিকার তাগিদে শুরু করেছে গামলার ভাত ঢেকে রাখার বাঁশের ঢাকনা তৈরি ও বিক্রির কাজ। সকাল ৮টা থেকে সন্ধ্যার আগ পর্যন্ত দিনে ৫ থেকে ৬ টি ঢাকনা তৈরি হয়। প্রতিটি ঢাকনা ২০ টাকা পাইকারী দরে বিক্রি হয়। ১২০ টাকার একটি বাঁশে ১০ টি ঢাকনা তৈরি হয়। গড়ে দুইদিনে একটি বাঁশের ভাত ঢেকে রাখার ঢাকনা তৈরি ও বিক্রি করে লাভ হয় ৮০ টাকা। ওই টাকা দিয়েই জীবন চলছে শিশু রবি সরেনের।
রবি সরেন আরো বলেন, পিতা-মাতা আর তিনবোনের ছোট একভাই হিসেবে বাড়ীতে সে সবার খুব আদরের ছিল। বোনেরা সবসময় তাকে আদর করতো, কোনো কাজ করতে দিতো না, সবসময় বলতো আমাদের একমাত্র ভাই লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হবে। কিন্তু এখন আর কেউ খোঁজ নেয় না। তাকে ফেলে রেখে যাওয়ার পর আজ পর্যন্ত তার মা কোনো খোঁজ নেয়নি। খোঁজ নেয়নি মায়ের সঙ্গে থাকা দুইবোনও। রবি জানে না তার দুইবোন কোথায় আছে, আর কেমন আছে। মা-বোনদের ছাড়া রাতে ঘুমাতে পারছে না। ভয় আর আতঙ্কে সারারাত জেগে জেগে রাত কাটছে তার। বোনদের খুব দেখতে ইচ্ছে করে, কতদিন দেখেনি তার দুইবোনকে। গ্রামের অন্য ছেলে মেয়েরা যখন স্কুলে যায়, তখন সে গীর্জা ঘরের পার্শ্বে বসে বাঁশের ভাত ঢাকার ঢাকনা তৈরির কাজ নিয়ে ব্যস্ত থাকে। বাবা-মা আর বোনেরা যখন বাড়ীতে ছিল তখন কতই না আনন্দ করে এক সঙ্গে সবাই মিলে ছিল। সে অন্যান্যের মতোই নিত্যদিন স্কুলে যেতো, খেলাধুলা করতো। কিন্তু এখন সবই তার কাছে স্বপ্ন হয়ে গেছে। এখন শুধু একটি মাত্র চিন্তা কাজ না করলে খাবে কি? তাই কাজ নিয়েই কেটে যাচ্ছে সকাল-দুপুর-বিকেল আর সন্ধ্যা। রাত নামলে তার জীবন আরও দুর্বিষহ হয়ে ওঠে বাড়ীতে।
শিশু রবি সরেন অশ্রুসজল চোখে একটি কথা বলেছে, কোনোদিন তার মায়ের সঙ্গে দেখা হলে তার মাকে তার (রবি সরেনের) পক্ষ থেকে যেন একটি প্রশ্ন করা হয়, সেটি হচ্ছে কেন রবি সরেনকে জন্ম দিয়েছিলেন?
শিশু রবি সরেনের চাচা আঞ্জিলুস সরেন ও চাচি মিনা হাঁসদা বলেন, শিশু রবি সরেনের বাবাকে পুলিশ ধরে নিয়ে যাওয়ার কিছুদিনের পরেই তার মা সন্ধ্যা রবি সরেনকে বাড়ীতে ফেলে রেখে দিয়ে দুইমেয়েকে সঙ্গে নিয়ে অন্যত্র বিয়ে করে চলে যায়। সে সময় শিশু রবি একাই বাড়ীতে পড়েছিল। তাকে দেখার কিংবা খাওয়াবার কেউ ছিল না। তাই তারাই তাকে দুইমাস ধরে লালন পালন করেছেন। এখন তার বড়বোন স্বামীসহ বাড়ীতে চলে আসায় সেখানেই থাকছে। তবে তাদেরও অভাবের সংসারে দু’মুঠো ভাত হয় না রবি সরেনের তাই সে নিজেই লেখাপড়া ছেড়ে সারাদিন বাঁশের দ্রব্যাদি তৈরি করে যা আয় হয় সেটা বোনকে দিয়ে দেয় খাবার বাবদ। প্রতিবন্ধী বাবাকে জেলহাজত ছাড়িয়ে আনবে তেমন লোকজনও নেই, আবার টাকাও নেই। হয়তো একদিন তার অসুস্থ বাবাকে জেল হাজতেই মারা যেতে হতে পারে। লোকমুখে শুনেছের সন্ধ্যা হাঁসদা তার সঙ্গে থাকা তার মেয়ে মিনি সরেনকে ঢাকার মিরপুর-১ এ কোনো এক বাড়ীতে বিক্রি করে দিয়েছেন। এখন অপর এক মেয়েকে নিয়ে তার পিতার বাড়ী বিরামপুর উপজেলার বেলডাঙ্গা গ্রামে বসবাস করছেন। শিশু রবি সরেনকে বাড়ীতে ফেলে রেখে চলে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত শিশুটার একবারও কোন খোঁজ নেননি মা সন্ধ্যা হাঁসদা। পিতা-মাতা ছাড়াই অবহেলা আর অনাদরের মধ্যেই বেড়ে উঠছে শিশু রবি সরেন। আগে রবি সকলের সঙ্গে হৈহুল্লোর করলেও এখন সবসময় থাকে নিরব নিস্তদ্ধ।