পিরোজপুরের ইন্দুরকানীতে (জিয়ানগরে) ক্ষুদ্রঋণের পথিকৃত, বিশ্ব নন্দিত ও নোবেল বিজয়ী ড. মুহম্মদ ইউনুছ এর সুস্বাস্থ্য কামনা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে ইন্দুরকানী (জিয়ানগর) প্রেসক্লাব মিলনায়তনে রূপসী বাংলা উন্নয়ন সংস্থার উদ্যোগে নির্বাহী পরিচাক মোঃ আজাদ হোসেন এর সভাপতিত্তে এ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ ফরিদ আহমেদ, সদস্য সচিব আলমগীর কবির মান্নু, প্রেসক্লাব সভাপতি এইচ এম ফারুক হোসাইন, সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান খান, সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ জাকারিয়া হোসেন, হিন্দু বৈদ্য খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা স্বপন কুমার ডাকুয়া, দূনীর্তি প্রতিরোধ কমিটির সভাপতি হেলাল উদ্দিন গাজী, শিক্ষক প্রতিনিধি আরিফুজ্জামন, নাকির আহমেদ, প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মোঃ শাহিদুল ইসলাম, দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি খান মোঃ নাসির উদ্দিন, যুবদল সভাপতি আতিকুর রহমান, সদস্য সচিব খায়রুল ইসলাম, সেচ্ছাসেবক দলের সদস্য সচীব জুয়েল রানা,শ্রমিকদলের সভাপতি আবুল কালাম, ছাত্র দলের সভাপতি আল আমিন, সদস্য সচিব সাদিকুল ইসলাম, উপজেলা মেম্বর কল্যাণ অ্যাসোসিয়েশনের সভাপতি রফিকুল ইসলাম ও আন্দোলনকারী ছাত্রদের পক্ষে লাবীব আজাদ প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় অংশগ্রহনের জন্য লাবিব আজাদ, শাহীল, জাকারিয়া, লিমা আক্তার, সাবিনা, সাদিয়াদের ফুল দিয়ে বরণ করা হয়। সভায় বক্তরা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্ববান জানান।
দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা জামায়াত ইসলামি বাংলাদেশ এর সদর ইউনিয়ন সাধারণ সম্পাদক মাওঃ মোঃ খায়রুল বাসার এবং সঞ্চালনা করেন কর্মসূচি সমন্বয়কারী মোঃ আলতাফ হোসেন।