পিরোজপুরের কাউখালীতে জনজীবন স্বাভাবিক। ব্যবসা-বাণিজ্য, সরকারি বেসরকারি অফিস সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিকভাবে কার্যক্রম চলছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্বৈরাচার সরকারের পতনের পরে পিরোজপুরে কাউখালীতে জনগণের জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে। উপজেলা বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন আনন্দ মিছিল, মোটর শোভাযাত্রা করেছে।
যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করতে দেখা গেছে। মানুষের মধ্যে আতঙ্ক কেটে গেছে। যানজট নিরসনে ছাত্ররা কাজ করছে। উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ জামায়াত, ইসলামি আন্দোলনের নেতাকর্মীরা রাত হলে উপজেলার সকল মন্দিরে, বিভিন্ন গ্রাম-গঞ্জে পাড়া-মহল্লায় পাহারা দিচ্ছে। বর্তমান পরিস্থিতি ও শান্তি রক্ষায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রামগঞ্জে ও সংখ্যালঘু সম্পদের সাথে মত বিনিময় সভা করে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
ইতিমধ্যে থানা পুলিশ সদস্যরা কাজে যোগদান করতে শুরু করছে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা সহ সেনাবাহিনী বিভিন্ন সময় কাউখালী বিভিন্ন এলাকায় নিয়মিত টহল দিতে দেখা যাচ্ছে।
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, কাউখালীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে। উপজেলা বিএনপি'র আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আহসান কবির ও উপজেলা বিএনপি'র সদস্য সচিব এইচএম দ্বীন মোহাম্মদ বলেন, কাউখালী শান্তি প্রিয় এলাকা। এবং অসাম্প্রদায়িক ভাবে মিলেমিশে হিন্দু মুসলমান একত্রে বসবাস করে আসছে। এখানে কোন অপ্রীতিকর ঘটনা ঘটতে দেওয়া যাবে না। আমরা জনগণের পাশে আছি এবং থাকব।
উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, লিয়াকাত হোসেন জানান, আমরা দলের সিদ্ধান্ত মোতাবেক প্রতি রাতে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ স্থানীয় ছাত্র-জনতাদের নিয়ে রাতভর ব্যবসা, ধর্মীয় প্রতিষ্ঠান ও বাসা+বাড়ি পাহারা দিয়ে আসছি যেন কোন কুচক্রী মহল কোন অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে।