জামালপুরে জেলা কারাগারের বন্দিরা বিদ্রোহ ঘটনায় আহত কয়েদির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছ। বন্দি নিহত হয়েছে। নিহত কয়েদি হলেন, মাসুদ, সে জামালপুর শহরের বনপাড়া এলাকার বাসিন্দা বিষয়টি নিশ্চিত করেছেন কারাগারের জেলার মো.আবু ফাত্তাহ।
তিনি জানান ৮ জুলাই বৃহস্পতিবার দুপুর দেড়টায় হঠাৎ জামালপুর জেলা কারাগারে বেশ কিছু কয়েদি দুইভাগে বিভক্ত হয়ে প্রথমে মারামারি শুরু করে। এর মধ্যে একটি গ্রুপের কয়েদিরা আমার কাছে কারা ফটকের চাবি চায়। এ সময় কয়েদিদের চাবি দিতে অস্বিকার করলে আমার উপর হামলা করে জিম্মি করে কারাগারে অগ্নিসংযোগ করে ফটক ভেঙ্গে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে কারারক্ষীরা মুহুর্মুহু গোলাগুলি শুরু করে।
এ সময় সেনাবাহিনীর সদস্যরা এসে কারাগারের চারদিক ঘিরে গুলি করতে থাকে। বেলা দেড়টার পর থেকে গভীর রাত পর্যস্ত থেমে থেমে গুলি চলতে থাকে।অবশেষে পরদিন শুক্রবার সকালে কারাগার পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। এ ঘটনায় হয়তো নিহত হয় এবং চারজন কয়েদি চিকিৎসাধী ছিল তাঁর মতো আরো একজন মারা গেছেন।