বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের জোয়ারে শেখ হাসিনার সরকারের পতনের পর রাস্তা পরিস্কার ও ট্রাফিক নিয়ন্ত্রণের পাশাপাশি এবার বাজারগুলোতেও মনিটরিং কার্যক্রম শুরু করেছেন শিক্ষার্থীরা। শনিবার দ্বিতীয়দিনের ন্যায় নগরীর বিভিন্ন বাজার পরিদর্শন করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা নগরীর নতুনবাজার ও বাজার রোড এলাকায় বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন। পাশাপাশি পরবর্তী সময়ে পর্যায়ক্রমে পোর্টরোড বাজার, নথুল্লাবাদ বাজার, চৌমাথা বাজার পরিদর্শন করেছেন। শিক্ষার্থীরা বলেন, মনিটরিংয়ে তারা বাজারে সঠিক মূল্য তালিকা প্রদর্শন হচ্ছে কিনা, সেই দরে পণ্য বিক্রি করা হচ্ছে কিনা সেটা যেমন দেখছেন, তেমনি মেয়াদোত্তীর্ণ পণ্য বেচা-বিক্রিরোধেও ব্যবসায়ীদের সতর্ক করেছেন। পাশাপাশি ভোক্তার অধিকার নিশ্চিত করতে ব্যবসায়ীদের কিছু নির্দেশনা দেওয়া হচ্ছে, যা পরবর্তী সময়ে কার্যকর করা হচ্ছে কিনা, সেটিও মনিটরিংয়ের মাধ্যমে দেখা হবে।