নগরীর কালিবাড়ি রোডের সেরনিয়াবাত ভবন থেকে পাঁচদিন আগে উদ্ধারকৃত অজ্ঞাতনামা লাশটি ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গাজী নঈমুল হোসেন লিটুর বলে দাবী করেছেন পরিবারের সদস্যরা। শেবাচিম হাসপাতালের মর্গে এসে পুড়ে অঙ্গার হওয়া মুখমন্ডলের লাশের আঙ্গুলে পরিহিত আংটি, হাতে পরিহিত ব্রেসলেট, মোবাইল ও পায়ে জন্মগত দাগসহ বিভিন্ন চিহ্ন থেকে নিহতের স্ত্রী নাজমা বেগম ওই লাশ সনাক্ত করেন।
এরপর আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার বাদ এশা মরহুম কাউন্সিলর গাজী নঈমুল হোসেন লিটুর (৬০) জানাজা শেষে নগরীর মুসলিম গোরস্থানে দাফন করা হয়েছে। গত ৫ আগস্ট থেকে লিটু নিখোঁজ ছিলেন। তিনি বরিশাল সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের টানা পাঁচবারের নির্বাচিত কাউন্সিলর ছাড়াও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এবং চতুর্থ পরিষদের ১নম্বর প্যানেল মেয়র ছিলেন। নগরীর নতুন বাজার পাবলিক স্কুলের সাবেক সহকারী শিক্ষক লিটু নগরীর কলেজ রোড এলাকার বাসিন্দা ও ভাষা সৈনিক মরহুম অধ্যক্ষ হোসেন আলীর ছেলে।
উল্লেখ্য, সরকার পতনের পর সোমবার বিকেলে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র সাদিক আব্দুল্লাহর বাসভবনে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট করে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধরা। ওইদিন রাতে নগরীর কালিবাড়ি রোডের সেরনিয়াবাত ভবন থেকে অগ্নিদগ্ধ তিনজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। যারমধ্যে নগরীর নাজির মহল্লা এলাকার বাসিন্দা কাঞ্চন ফরাজীর ছেলে নুর ইসলাম নুরু (৪৫) ও বাকেরগঞ্জ উপজেলার সঠিখোলা গ্রামের বাসিন্দা মজিবর রহমান জোমাদ্দারের ছেলে মঈন জোমাদ্দারের (৪৫) মরদেহ শনাক্ত হলেও একটি মরদেহ শনাক্ত করা যায়নি। ৯ আগস্ট দুপুরে সেই মরদেহটি কাউন্সিলর গাজী নঈমুল হোসেন লিটুর বলে শনাক্ত করেছেন তার স্বজনরা।
কোতোয়ালি মডেল থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, কাউন্সিলর লিটুর পরিবার মরদেহ শনাক্ত করার পর ময়নাতদন্ত শেষে শুক্রবার সন্ধ্যায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।