শনিবার কাহারোল উপজেলার কাহারোল হাটকে যানজট মুক্ত করতে সকাল থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ট্রাফিকের ভুমিকা পালন করে যানজট মুক্ত করে রেখেছেন। বিভিন্ন এলাকা থেকে গরুর ট্রাক ও ভটভটি হাটে গরু বিক্রয়ের জন্য নিয়ে আসে।
কিন্তু ট্রাক ও টলির কারণে রাস্তায় ঘন্টার পর ঘন্টা বিভিন্ন গাড়ি ও এম্যাবুলেন্সকে দাঁড়িয়ে থাকতে হয়। অতিতের সকল রেকডকে ভেঙ্গে শিক্ষার্থীরা যানজট মুক্ত করে রেখেছেন কাহারোল হাটরে সকল রাস্তা। উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা কাহারোল উপজেলার মানুষকে ভালো রাখতে সড়কে তাদের ভগান্তি এড়াতে মাঠে নেমে পড়েছেন।