দিনাজপুরের কাহারোল উপজেলার ৬নং রামচন্দ্রপুর ইউপির নয়াবাদ আসামপাড়া গ্রামের নিজের জমি অনের দখলে থাকা জমি উদ্ধার করতে গিয়ে হামলার শিকার হয়ে মহিলা সহ ৩ জন আহত হয়েছে। আহতরা হলেন নয়াবাদ আসামপাড়া গ্রামের মোঃ রফিকুল ইসলামের স্ত্রী মোছাঃ মমতাজ আক্তার মনি, গরফান আলীর পুত্র মোঃ রহিম শাহারিয়া, আহমদ আলী খান্দকারের পুত্র মোঃ রহিম শাহারিয়া। তাদের ৩জন কে কাহারোল হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে মোছাঃ মমতাজ আক্তার মনিকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এলাকাবাসী ও পরিবারের লোকজন জানান, গত শুক্রবার ৯ আগষ্ট’২৪ সকাল ১১ টার সময় একই গ্রামের মোঃ আলী খন্দকারের পুত্র ফারুক খন্দকার প্রায় ৬/৭ বছর পূর্বে কান্তনগর মৌজার ৪৪ নং দাগের ৯ শতক জমি জোরপূর্বক দখল করে রাখেন। শুক্রবার ১১টার সময় মূল মালিকের ছেলেরা ওই জমি দখল নিতে গেলে ফারুক সহ অন্যান্যা লোকজন অতরকিত ভাবে হামলা চালায় এতে করে মোছাঃ মমতাজ আক্তার মনি সহ ৩জন গুরুত্বর আহত হন। বিষয়টি কাহারোল থানাকে অবগত করেন মোঃ রফিকুল ইসলাম। শনিবার ঘটনা স্থলে গিয়ে ফারুক সহ অন্যান্যা লোকজনকে যোগাযোগের জন্য এলাকায় পাওয়া যাইনি বলে আমাদের প্রতিনিধি জানান।