সোনারগাঁ থেকে মাদক নির্মুলের জন্য এক সপ্তাহের আল্টিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদের জন্য দোয়া ও আদর্শ সোনারগাঁও পৌরসভা বির্নিমাণের লক্ষে এক আলোচনা সভায় শিক্ষার্থীরা এ ঘোষনা দেন। গতকাল ০৯ আগস্ট শুক্রবার বিকেলে উপজেলার পৌর এলাকার সোনারগাঁও জি আর ইনস্টিটিউশন মডেল স্কুল এ- কলেজের অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, ঐতিহাসিক সোনারগাঁ নানা কারণে বেশ পিছিয়ে আছে। বিশেষ করে মান সম্মত শিক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে এখানকার স্কুল কলেজগুলোতে সংস্কার আনতে হবে। সোনারগাঁ মাদকের ট্রানজিট হিসেবে পরিচিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দেলন এখান থেকে মাদক নির্মূলে মাঠে নামবে। কোন চাঁদাবাজ, সন্ত্রাসী ও দূর্নীতিবাজদের ছাড় দেয়া হবে না। পর্যায়ক্রমে প্রতিটি প্রতিষ্ঠানে গিয়ে কর্মকর্তাদের শপথবাক্য পাঠ করানো হবে। যাতে অনিয়ম ও দূর্নীতি আর না করেন। সাধারণ মানুষ যাতে তাদের ন্যায্য অধিকার পায়। সভায় বক্তব্য রাখেন আল মাহমুদ সানি, সিফাতুল ইসলাম, শাকিল সাইফুল্লাহ, ফয়সাল আহম্মেদ, তুহিন মাহমুদ, জাহিদুল ইসলাম জাহিদ, আনন আহম্মেদ ও রিফাত হোসেন প্রমূখ।