পাবনার ভাঙ্গুড়ায় হিন্দু ধর্মালম্বীদের মন্দিরের নিরাপত্তায় কাজ করছেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা। নাশকতারোধে উপজেলার হিন্দু সম্প্রদায়ের লোকজনের খোঁজ-খবর রাখা ও তাদের মন্দিরগুলো পাহারা দিচ্ছেন তারা। জানা যায়, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার দেশত্যাগের পর চলমান পরিস্থিতিতে এলাকায় শান্তিশৃঙ্খলা যেন বিঘœ না ঘটে সেজন্য মাঠে রয়েছেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা। কোন স্বার্থান্বেষী গোষ্ঠী যেন এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখছেন তারা। উপজেলা বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক সরদার জাফর ইকবাল হিরোক বলেন, 'কোন অপশক্তি যেন এলাকায় সাম্প্রদায়িক-সম্প্রীতি বিনষ্ট করে ফায়দা লুটতে না পারে সেজন্য আমরা সজাগ রয়েছি। আমাদের নেতাকর্মীরা হিন্দু ভাইদের খোঁজ-খবর রাখছেন ও তাদের মন্দিরের নিরাপত্তায় কাজ করছেন।' উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মহির উদ্দিন বলেন, 'স্বার্থান্বেষী গোষ্ঠী মন্দিরে হামলা করে এলাকায় যেন অশান্তি সৃষ্টি করতে না পারে সেজন্য মন্দিরগুলোর নিরাপত্তায় আমাদের কর্মীরা দায়িত্ব পালন করছেন।'উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি মলয় কুমার দেব বলেন,'বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা আমাদের মন্দিরগুলো পরিদর্শন করছেন ও নিরাপত্তা দিচ্ছেন। তারা সবসময় আমাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।'