বগুড়ায় রাস্তায় ট্রাফিক না থাকায় শিক্ষার্থীরাই ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন। কেউবা আঁকছেন দেয়ালে আল্পনা, বিজয়ের ছবি, কেউবা পরিষ্কার করছেন শহর। আবার আন্দোলনের সময় সড়ক বিভাজকের গাছ নষ্ট হওয়ায় নতুনভাবে রোপনে ব্যস্ত শিক্ষার্থীরা। চারদিন হল বগুড়া শহরে নেই ট্র্যাফিক। শহরের সাতমাথা, ইয়াকুবিয়ার মোড়, পিটিআই মোড়, জ¦লেশ্বরীতলা মোড়, সার্কিট হাউস মোড়, বড় গোলা মোড় সহ গুরুত্বপূর্ণ মোড়ে শিক্ষার্থীরা সুন্দর ভাবে পরিচালনা করছে যানচলাচল। ইজিবাইক চালক, রিকশা চালক, সিএনজি অটোরিকশা চালকসহ সবাই খুশি শিক্ষার্থীদের এসব কর্মকান্ডে। কেউ হেলমেট ছাড়া মোটরসাইকেল চালালে তাকে বিনয়ের সাথে বলা হচ্ছে আপনি অপরাধ করেছেন। হেলমেট ছাড়া বাইক চালাবেন না। যেহেতু আপনি অপরাধ করেছেন তাই আমাদের সাথে ১০ মিনিট ট্রাফিকের দায়িত্ব পালন করে তারপর চলে যান। শহরের দেয়ালে দেয়ালে ছবি ও আলপনা আঁকতে ব্যস্ত এক ঝাক তরুণ-তরুণী। সোমা সরকার নামের এক তরুণী জানান, শহরের বিভিন্ন দেয়াল, ভবনে রাজনৈতিক স্লোগান, সামাজিক, ব্যাবসায়িক সংগঠন, কোচিং সহ অন্যান্য পোস্টারে নোংরা দেখাচ্ছিল। আমরা সেই সব নোংরা আবর্জনা দূর করে সুন্দর করে তুলতে চাই শহর। তাই আমাদের এই প্রয়াস। সড়ক বিভাজকে অনেক গাছও আন্দোলনের সময় নষ্ট হয়ে যায়। ওইসব জায়গায় গাছ লাগাতেও দেখা যায় কোনো কোনো শিক্ষার্থীকে। এছাড়াও টায়ারের আগুন, ইট-পাটকেল সহ অন্যসব আবর্জনাও পরিষ্কার করতে দেখা যায়। গোটা শহরেই এমন দৃশ্য চোখে পড়ে। এসব কাজে শহরবাসীও খুশী।