বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং গণআন্দোলনে নিহতদের স্মরণে পৌরসভার বিভিন্ন মসজিদে দোয়া মোনাজা করেছেন বিএনপি নেতাকর্মীরা। শুক্রবার বাদ জুমা এই দোয়া মোনাজাত করা হয়। উপজেলার পৌরসভার খান বাড়ি জামে মসজিদের দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ¦ আবদুস ছত্তার খান, পৌরসভার ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আক্তার হোসেন আকন, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা আফজাল হোসেন, আবুল কালাম খান, কবির হোসেন মোল্লা, উপজেলা যুবদল নেতা রুহুল আমিন খান, জাহাঙ্গীর হোসেন মোল্লাসহ উপজেলা ও পৌর বিএনপি, ছাত্রদল, যুবদল নেতাকর্মীরা এবং স্থানীয় মুসুল্লিগণ। এ সময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ¦ আবদুস ছত্তার খান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ফ্যাসিবাদী আওয়ামী সরকার নির্বিচারে গুলি চালিয়ে নিরীহ ছাত্র-জনতাকে হত্যা করেছে। সকল হত্যাকা-ের সুষ্ঠু তদন্ত এবং দ্রুত বিচার করে দেশ ও জাতির ন্যায় বিচার পাওয়ার ব্যবস্থা করতে হবে।