বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা এবং বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় শুক্রবার বাদ জুম্মা নগরীসহ জেলার প্রতিটি উপজেলার জামে মসজিদে বিশেষ দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
মহানগর বিএনপির আয়োজনে নগরীর পোর্ট রোড জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া-মিলাদে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মহানগর বিএনপি আহ্বায়ক মনিরুজ্জামান খান, সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার সহ অন্যান্যরা। বরিশাল-১ আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনের পক্ষে আগৈলঝাড়া উপজেলা সদরের নগরবাড়ি জামে মসজিদে যুব সমাজের আয়োজনে অনুরূপ দোয়া-মিলাদের আয়োজন করা হয়। এছাড়াও সরকারি গৌরনদী কলেজ মসজিদ, আশোকাঠী মোল্লাবাড়ি জামে মসজিদ, গেরাকুল মিয়াবাড়ি জামে মসজিদে অনুরূপ দোয়া-মিলাদের আয়োজন করা হয়েছিলো।