পিরোজপুরের ইন্দুরকানীতে রাতের আঁধারে চুরি হওয়া মালামাল উদ্ধার এবং ২ জনকে আটক করে থানায় সোপর্দ করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার রাতে উপজেলা পরিষদের সামনের সড়কের ডিলার স্বপন হাওলাদারের গুদামঘর থেকে প্রায় দেড় লক্ষাধিক টাকা মূল্যের কোমল পানীয় ও বিস্কুট চুরি করে একটি পিকআপ ভ্যানে করে নিয়ে যাচ্ছিল চোরাই চক্র। পিকআপ ভ্যানটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পৌছালে পাহারায় থাকা জনতা গাড়ির গতিরোধ করে সেনাবাহিনীকে খবর দেয়। খবর পেয়ে সেনাবিাহিনীর পিরোজপুর ক্যাম্পের লেফটেন্যান্ট রিদওয়ান খন্দকারের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌছে গাড়ি চালক মনির হোসেন এবং জাকির হোসেন নামে ২ জনকে আটক করে। তাদের জিজ্ঞাসাবাদে এরসাথে আরো ৩ জন জড়িত থাকার তথ্য পেয়েছে সেনাবাহিনী। পরে আটককৃতদের স্থানীয় ইন্দুরকানী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য, ৫ মে শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে পুলিশি টহল না থাকায় প্রতিরাতেই বেশকিছু ছিঁচকে চুরির ঘটনা ঘটছে।