বরগুনার তালতলীতে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। শুক্রবার বেলা ১১ঃ০০ টার দিকে তালতলী প্রেসক্লাবের সভা কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় কালে শিক্ষার্থীরা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভূমিকা সম্পর্কে আলোচনা করেন। বাংলাদেশে শান্তিপূর্ণ সমাজ গঠনে তারা সব সময় পাশে থাকবেন বলে জানান। তারা সব সময়ই সাধারণ মানুষকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন। ছাত্রদের মাধ্যমে বাংলাদেশ দ্বিতীয় বার স্বাধীন হলেও এ স্বাধীনতা বাংলাদেশের সকল মানুষের। এই মুহূর্ত থেকে দেশ ও দেশের মানুষের সম্পদ রক্ষার দায়িত্ব আমাদের সবার। এ সময় শিক্ষার্থীরা তালতলী উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় পরিষদ গঠনের একটি তালিকা প্রকাশ করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মধ্য থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোস্তাফিজুর রহমান নয়ন, ঢাকা সিটি ইউনিভার্সিটির ছাত্র রেদওয়ান মৃধা, ড্যাফডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্র আসিফ খান আলভী, ঢাকা আদমজী ক্যান্টনমেন্ট কলেজের ছাত্র সিয়াম হাসান অংকন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র মেহেদী হাসান, ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মনিরা, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ এর ছাত্র আমানুল্লাহ আমান সহ মত বিনিময় সভায় ১৪/১৫ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এ সময় তালতলী প্রেসক্লাব সভাপতি খাইরুল ইসলাম, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, মুঃ আঃ মোতালিব, জসিম উদ্দিন, শাহাদাৎ হোসেন, নাইম ইসলাম, মোঃ হাফিজুর রহমান ও মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।