খুলনা মহানগরী ও নয় উপজেলায় চলছে ব্যক্তিগত আক্রোশ ও হীনস্বার্থ চরিতার্থে প্রতি পক্ষের বাড়িতে, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙ্গচুর, লুটপাট ও অগ্নিসংযোগ অব্যাহত। পাশাপাশি চলছে জমি দখলের প্রতিযোগিতা। বিভিন্ন সূত্র থেকে জানা যায়, খুলনা মহানগরীতে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, পত্রিকা অফিস, প্রেসক্লাব, ব্যবসা প্রতিষ্ঠান, ঘরবাড়িতে হামলা, ভাঙ্গচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে চলেছে। দীর্ঘদিনের সৈরাচারি সরকারের পতন ও বৈষম্য বিরোধী ছাত্র জনতার আত্মত্যাগ ও আন্দোলনের বিজয় মহল বিশেষের ব্যক্তি আক্রোশ ও ব্যক্তি স্বার্থ চরিতার্থের সিঁড়ি হিসেবে ব্যবহারে ম্লান হতে চলেছে। হামলা হয়েছে লোকজনের ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে এমনকি সরকারি-বেসরকারি স্থাপনায়, পত্রিকা অফিসে, প্রেসক্লাবে। শুধু খুলনা মহানগরী নয়, জেলার ৯ উপজেলার লোকজনের ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙ্গচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে চলেছে। সারা দেশের ন্যায় খুলনা পুলিশে চলছে কর্ম বিরতি কর্মসূচি। মানুষের জানমাল হয়ে পড়েছে অরক্ষিত। সেনাবাহিনী মোতায়েন হলেও হামলা, ভাঙ্গচুর, লুটপাট ও অগ্নিসংযোগ থেমে নেই। চলছে জমিজমার বিরোধকে রাজনৈতিক পুঁজি হিসেবে ব্যবহার করে নিজ নিজ প্রতিপক্ষকে দমন নিপীড়ন, হামলা,ভাঙ্গচুর ও অগ্নিসংযোগ। রাতের বলা ডাকাতি ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। নিরব মানুষের মানষিক দুর্বলতার সুযোগে বিভিন্ন জনপদে চলছে নিরব চাঁদাবাজী এমনটাও জানিয়েছে এলাকাবাসী। সর্ব মহলে পুলিশের অনুপস্থিতি যেন প্রতিহিংসা রূপ নিয়েছে অনৈতিক ও অপরাধ কর্মকান্ডের দিকে।সমাজের মানুষ হয়ে পড়ছে নিরুপায় ও কাটছে আতঙ্কে নির্ঘুম রজনী। অপরদিকে দিঘলিয়া জামায়াতে ইসলামী, খুলনার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শরিক দিঘলিয়া উপজেলায় বসবাসকারী ছাত্ররা দিঘলিয়ায় ঘটে চলা আইন শৃঙ্খলা বিরোধী ভাঙ্গচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ, মিছিল, রাত জেগে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও ধর্মীয় প্রতিষ্ঠান পাহারা দিয়ে চলেছেন।