বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল প্রকার খুনখারাপির বিশ্লেষন করবে সরকার। শুক্রবার বেলা সাড়ে ১১টায় ঝিনাইদহের শৈলকুপার বারইপাড়া নিজ গ্রামে পিতার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এ কথা বলেন নবনিযুক্ত আ্যটর্নি জেনারেল এ্যাড. আসাদুজ্জামান। তিনি বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশে দ্বিতীয় মুক্তিযুদ্ধে পরিনত হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়েছিল সমাজের বৈষম্য দূর করা, বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা জন্য, বিচার ব্যবস্থায় ন্যায় বিচার ফিরিয়ে আনার জন্য, মিডিয়ার স্বাধীন ভাবে মত প্রকাশের জন্য, প্রতিটা নাগরিকের অধিকার প্রতিষ্ঠার জন্য। যে সংগ্রামে রাজপথের লড়াইয়ে আবু সাইদ, মুগ্ধ, ফারজান সহ অগণিত নিরিহ প্রান যাদের বুকের রক্তে রাজপথ রঞ্জিত করে এ স্বাধীনতা আমাদের দিয়েছে সে স্বাধীনতা অর্জনের পরে ক্ষয়ক্ষতির পরিমান সরকার নিরুপন করবে। সকল প্রকার খুনখারাপির বিশ্লেষন করবে সরকার, সেটা ছাত্র জনতা হোক আর পুলিশ হোক। সকল প্রকার খুনখারাপি কিভাবে হয়েছে তার যথাযথ বিশ্লেষন সরকার করবে। উচ্চ আদালতের বিচার কাজ বন্ধ নিয়ে তিনি বলেন এ ব্যপারে সরকার দ্রুত ব্যবস্থা নিবেন বলে জানান।