ময়মনসিংহের গফরগাঁওয়ে হিন্দু ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ও পুজা উদযাপন কমিটির সদস্যদের সাথে মতবিনিময় করেছে গফরগাঁও পৌর বিএনপির নেতৃবৃন্দ। এসময় বিভিন্ন মন্দির পরিদর্শন মতবিনিময়কালে সংখ্যালঘুদের পাশে থাকার আশ্বাসও দেন পৌর বিএনপির নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেলে পৌরশহরের পন্ডিত পাড়া মন্দির সহ বিভিন্ন মন্দির পরিদর্শনকালে পৌর বিএনপির আহ্বায়ক মোঃ ফজলুল হক ধর্মীয় সংখ্যালঘুদের জানমালের নিরাপত্তা ও মন্দিরগুলোর হেফাজত করতে সকলের সহযোগিতা ও দলীয় নেতা-কর্মীদের আহবান জানান।
সম্প্রীতির বন্ধনে মিলেমিশে পরস্পরে আমাদের এ উপজেলাকে সুন্দরভাবে গড়ে তুলি ও নিরাপদ রাখি এ আহ্বান জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিএনপি নেতা এম. আর খায়রুল, মোঃ আবদুস সালাম, মোঃ সাদেকুর রহমান, শাহ আব্দুল্লাহ আল মামুন, জয়নাল আবেদীন চাঁনু ও জাহিদ হাসান স্বপন প্রমুখ।