কোটাবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার তোপের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পরবর্তি সময়ে বিভিন্ন এলাকায় নাশকতার বিরুদ্ধে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে এক জরুরী সভা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসানের সভাপতিত্বে বক্তব্যে রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমুল হাসান নীরা সাদ্দাম আকঞ্জি, সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান, জেলা বিএনপি‘র সাবেক সহ:সভাপতি ইমাম হাসান আবুচান, উপজেলা বিএনপি‘র আহ্বায়ক জহিরুল আলম ভূইয়া, সাবেক সভাপতি অ্যাড: এম এ জিন্নাহ্, জামায়াত ইসলামি উপজেলা শাখার সদস্য একে এম রুস্তম আলী, প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, সাধারণ সম্পাদক জামাল তালুকদার, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, কোটাবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা সমন্বয়ক রাতুল খান রুদ্র, আবদুল মোমেন প্রমুখ।
এ সময় উপজেলার বিভিন্ন এলাকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে নিজ নিজ অবস্থান থেকে সকলকে একযোগে কাজ করার আহবান জানানো হয়।