বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নে বেচার দোকানের পাশে আজিজুল্লাহ মৌলভী বাড়িতে টিয়ারগ্যাস নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে বুধবার রাত ১০টার সময়। স্থানীয় দোকানি স্বপন মেম্বার, বিপ্লব ও শাকিল জানায়, নুরনাহার বেগমের ২ ইউনিটের বিল্ডিং তিনি তার পরিবার নিয়ে দক্ষিণের ফ্ল্যাটে থাকে। ফ্ল্যাটের ভিতরে বারান্দার দরজা খোলা ছিল তাই দুর্বৃত্তদের লক্ষ্য ছিল টিয়ারগ্যাস ভেতরে প্রবেশ করানো। ভাগ্যক্রমে ভিতরে না গিয়ে বারান্দায় থেকে যায়। তাৎক্ষণিক টিয়ারগ্যাসের ধোঁয়ায় বৃদ্ধা নুরুন্নাহার বেগম (৭০), ছেলের বউ আয়েশা, পান্না, অরিন ও তাদের শিশু সন্তান আনাস, আবির, আদিল, লাবিব, হাবিব, তালহা, তোহা সহ দুটি দুধের শিশু বাচ্চা আহত হয়। তাদের চিৎকারে পাশের দোকানে থাকা লোকজন এগিয়ে এসে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়। পুরো বাড়িতে সিসিটিভি ক্যামেরা থাকায় দুর্বৃত্তরা নিজেদের আড়াল করে টিয়ার গ্যাস নিক্ষেপ করে। সিসিটিভির ফুটেজ অনুসন্ধান করেও দুর্বৃত্তদের সনাক্ত করা যায়নি। এ বিষয়ে নোয়াখালীর পুলিশ সুপার আসাদুজ্জামানের সাথে আলাপ করলে তিনি জানান, দুর্বৃত্তরা সবসময়ই সুযোগ সন্ধানী তারা সাধারণ মানুষের ক্ষতি করার চেষ্টা করে। আশা রাখছি অল্প সময়ের মধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যাবে।