গাজীপুরের কাপাসিয়া উপজেলার সদর ইউনিয়নের কান্দানিয়া এলাকায় বৃহস্পতিবার বিকেলে কাভার্ডভ্যান চাপায় মোঃ নাঈম রাজ (২৭) নামে এক মোটর সাইকেল আরোহী শিক্ষার্থী নিহত হয়েছে। সে উপজেলার দুর্গাপুর গ্রামের মৃত জহিরুল হকের ছেলে এবং উত্তরা টেকনিকেল কলেজের বিএসসির শিক্ষার্থী। এ সময় তার সাথে থাকা এক নারী শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। স্থানীয় এলাকাবাসী চালকসহ কাভার্ড ভ্যানটি আটক করেছে (ঢাকা মেট্রো অ-১৪০৭৯৬)।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে কাপাসিয়া-বরুন-ভাকোয়াদি দিয়ে মোঃ নাঈম এক নারী শিক্ষার্থীকে সাথে নিয়ে মোটর সাইকেল চালিয়ে কাপাসিয়া বাজারে যাচ্ছিল। পথিমধ্যে সে কান্দানিয়া চৌরাস্তায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির কাভার্ড ভ্যান তাকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই নাইমের মৃত্যু হয় এবং সঙ্গীয় নারী শিক্ষার্থী গুরুতর আহত হয়। আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে তাদের দ্রুত উদ্ধার করে এবং চালকসহ কাভার্ডভ্যানটি আটক করে পুলিশে খবর দেয়।
কাপাসিয়া থানার ওসি মোঃ আবুবকর মিয়া জানান, এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে মামলা নেওয়া হবে।