নাটোরের বড়াইগ্রামে যে কোন ধরণের হামলা প্রতিরোধে রাত জেগে থানা ও অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয় (সার্কেল অফিস) পাহারা দিচ্ছেন জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামি ছাত্রশিবিরের নেতাকর্মীরা। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদুল ইসলাম বিপুল ও উপজেলা ছাত্রশিবিরের সভাপতি নাজমুল ইসলামের নেতৃত্বে গত তিন দিন ধরে নেতাকর্মীরা রাত জেগে পালাক্রমে থানার গেটে অবস্থান করছেন। তাদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট দেয়াসহ প্রশংসা করেছেন অনেকেই। এ ব্যাপারে ছাত্রদলের আহ্বায়ক জাহিদুল ইসলাম বিপুল জানান, সরকারের পদত্যাগের পর থেকেই সারা দেশের ন্যায় বড়াইগ্রাম থানাও প্রায় অরক্ষিত অবস্থায় ছিল। এ সময় দুষ্কৃতিকারীরা থানায় হামলাসহ অগ্নি-সংযোগ করতে পারে এমন একটি তথ্য পাই। কিন্তু থানা আমাদের, এটি আমাদের সম্পদ। তাই কোন নাশকতা যেন কেউ করতে না পারে সেজন্য আমরা ছাত্রশিবিরের ভাইদের সাথে নিয়ে থানা পাহারায় রয়েছি। উপজেলা ছাত্রশিবিরের সভাপতি নাজমুল ইসলাম জানান, দেশে একটি পট পরিবর্তনের সুযোগে দুষ্কৃতিকারীরা বিভিন্ন দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করছে। থানাসহ সকল সরকারী প্রতিষ্ঠান আমাদের সম্পদ। এগুলোকে রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। তাই যতদিন লাগে, আমরা এসব স্থাপনা পাহারা দেবো ইনশাল্লাহ।