শিক্ষার্থীদের আল্টিমেটাম দেওয়ার প্রায় তিন ঘন্টার মধ্যেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য (ভিসি) প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তারসহ আরও ২০ প্রশাসক ও কর্মকর্তা পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেল সোয়া ৩টার দিকে রাষ্ট্রপতির সচিব বরাবর পদত্যাগপত্র প্রেরণ করার পর ভিসি নিজেই তার পদত্যাগের তথ্য গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন। তবে বৃহস্পতিবার সন্ধায় প্রতিবেদন লেখা পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন বা জনসংযোগ দপ্তর থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি। এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষার্থী ছাড়াও জাতির কাছে ক্ষমা চেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে পদত্যাগের জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলনের সমন্বয়করা।
জানা গেছে, ২০২১ সালের ২৯ আগস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরিবেশ বিজ্ঞান ইনস্ট্রিটিউটের পরিচালক অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারকে উপাচার্য হিসেবে নিয়োগ দেন আওয়ামী লীগ সরকার। এরপর চার বছরের জন্য রাবি উপাচার্য হিসেবে অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। তিনি বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষক। এর মধ্যে চাকরির মেয়াদ শেষ হলে অবসর নেওয়ার আনুষ্ঠানিকতা শেষ করে তিনি উপাচার্যের বাকি মেয়াদ পূর্ণ করতে পারবেন বলে জানানো হয়। তবে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয় চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যে কোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন বলেও উল্লেখ করা হয়েছিল। তাঁর নিয়োগের আগে ওই বছরের ৬ মে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহানের মেয়াদ শেষ হয়।
বৃহস্পতিবার বিকেলে রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার ছাড়াও পদত্যাগকারী ঊর্ধ্বতন ২০ জন প্রশাসক ও কর্মকর্তারা হলেন- বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রণব কুমার পান্ডে, ইংলিশ অ্যান্ড আদার ল্যাংগুয়েজ ইনস্ট্রিটিউটের পরিচালক অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, কলেজ পরিদর্শক অধ্যাপক শহিদুল আলম, লিগ্যাল সেলের প্রশাসক সাদিকুল ইসলাম, বিশ্ববিদ্যালয় প্রেসের প্রশাসক সাখাওয়াত হোসেন, কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার প্রশাসক অধ্যাপক মাহফুজুর রহমান, শহিদ মীর আবদুল কাইয়ুম আন্তর্জাতিক ডরমিটরির অর্ডেন আতিউর রহমান। এছাড়াও প্রক্টর অধ্যাপক আসাবুল হকসহ প্রক্টরিয়াল বডির সকল সদস্য পদত্যাগ করেছেন।
এর আগে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাবির শিক্ষার্থী এবং জাতির কাছে ক্ষমা চেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে পদত্যাগের জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৭ সদস্য বিশিষ্ট সমন্বয়ক পরিষদ।