 
		
	পিরোজপুরের ইন্দুরকানীতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সাংবাদিক ও সূধীজনের সাথে মতবিনিময় সভা করেছেন সেনাবাহিনীর ৭ম পদাতিক ডিভিশন বরিশাল এরিয়া কমান্ডার জেনারেল কমান্ডিং অফিসার মেজর জেনারেল আবদুল কাইউম মোল্লা। প্রধানমন্ত্রীর পদত্যাগ ও সংসদ ভেঙ্গে দেবার পর সারা দেশের ন্যায় ইন্দুরকানীতেও শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য এ সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় বক্তব্য রাখেন পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, পিরোজপুর পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম, পিরোজপুর সেনা ক্যাম্প ইনচার্জ লেঃ কর্নেল মোঃ আরিফুল ইসলাম, ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুবকর সিদ্দিকী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুজ্জামান তালুকদার, সদর ইউনিয়ন চেয়ারম্যান মাসুদ করিম ঈমন, পত্তাশী চেয়ারম্যান মোঃ শাহিন হাওলাদার, প্রেসক্লাব সভাপতি এইচ এম ফারুক হোসাইন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি স্বপন কুমার ডাকুয়া, সাধারণ সম্পাদক সন্তোষ কুমার, দেবাশীষ হালদার, মিলন কান্তি,। এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান, উপজেলা বিভিন্ন দপ্তর প্রধানগণ, উপজেলার সনাতন ধর্মবলম্বীর নেতৃবৃন্দ, হিন্দু-বৈদ্য-খৃষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, মন্দির কমিটির সভাপতি, ও স্থানীয় সংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।