চলমান পরিস্থিতিতে দলীয় নির্দেশনা বঙ্গের অভিযোগে লক্ষ্মীপুরের রামগতি পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. শাহজাদা প্রিন্সকে সংগঠন থেকে সাময়িক বহিস্কার করেছে জেলা ছাত্রদল। বৃহস্পতিবার জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুমোদনক্রমে দপ্তর সম্পাদক আকবর হোসেন মুন্নার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চলমান পরিস্থিতিতে দলীয় নির্দেশনা ভঙ্গ ও বিশৃঙ্খল কার্যক্রমের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে শাহজাদা প্রিন্সকে বহিস্কার করা হয়।
দলীয় সূত্র জানায়, আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যাওয়ার খবরে দেশের বিভিন্ন স্থানে বিক্ষুব্ধ জনতা হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ ও লুটপাট করেছে। চলমান পরিস্থিতিতে নেতাকর্মীদের প্রতি কেন্দ্রীয় ছাত্রদল শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখতে নির্দেশনা দিয়েছে। চলমান পরিস্থিতিতে দলীয় নির্দেশনা অমান্য করার সুযোগ নেই। দলের সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে সতর্ক থাকতে বলা হয়েছে।
জানা যায়, জেলা আওয়ামী লীগের তথ্য ও গভেষণা সম্পাদক এবং রামগতি েেপৗরসভার মেয়র এম. মেজবাহ উদ্দিনের ছোটভাই সাইফুদ্দিন বাবুর পৌরসভার সবুজগ্রামের বাসায় বুধবার রাতে শাহজাদা প্রিন্সের নের্তৃত্বে ১০-১৫ জন সন্ত্রাসী হামলা চালায়। হামলাকারীরা মেয়রের ছোটভাই বাবু এবং বয়স্ক মাকে মারধর করে। এ সময় বাসায় তারা আসবাবপত্রসহ অন্যান্য জিনিষ ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। পরে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা চলে যায়।
এর আগে সোমবার বিকেলে একই এলাকায় পৌর মেয়র এম. মেজবাহ উদ্দিনের বাসায় দুর্বৃত্তরা হামলা চালায়। এ সময় হামলাকারীরা তার বাসার ভিতরে বাইরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়।