বেনাপোল বিজিবির হাতে আটক হয়েছে ছাত্রলীগ সভাপতি। বুধবার বিকেলে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় ঢাকার নবাবগঞ্জ উপজেলা কমিটির ছাত্রলীগ সভাপতি সজিব হালদারকে আটক করে বিজিবি।
বিজিবি জানায়, তাঁর নামে কোনো মামলা আছে কিনা সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। তার বাড়ি ঢাকার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা ইউনিয়নের নতুন বান্দুরা গ্রামে। তিনি নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বলে জানিয়েছে বিজিবি।
বেনাপোল চেকপোস্ট বিজিবি ক্যাম্পের সুবেদার মিজানুর রহমান বলেন, ‘আটক ছাত্রলীগ নেতা সজিবকে আটক করা হয়েছে। সে কোনো নাশকতার সঙ্গে জড়িত কিনা থানা-পুলিশের কার্যক্রম বন্ধ থাকায় দ্রুত যাচাই করা সম্ভব হয়নি। থানার কার্যক্রম শুরু হলে যাচাই-বাছাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
সীমান্তে এদিকে সতর্কতা জারি করায় কমেছে পাসপোর্টধারী যাতায়াত। ইতঃপূর্বে বেনাপোল ইমিগ্রেশন দিয়ে প্রতিদিন ৮ হাজার পাসপোর্ট যাত্রী যাতায়াত করতো ভারতে। বর্তমানে যাত্রীর সংখ্যা গিয়ে দাড়িয়েছে ২০০ থেকে ২৫০।