বাংলাবান্ধা-ঢাকা মহাসড়কে পঞ্চগড় শহরে ট্রাফিকের কাজ করছে তরুণরা। জানা যায় পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কর্পস (বিএনসিসি)শাখা রয়েছে। বিএনসিসি হল একটি ত্রি-সেবা স্বেচ্ছাসেবক সংরক্ষিত প্রতিরক্ষা বাহিনী। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কর্পস (বিএনসিসি) এর ১০ জন সদস্য এবং বাংলাদেশ রোভার স্কাউটস’র ২০জন সদস্য পঞ্চগড় শহরে ট্রাফিকের দায়িত্ব পালন করছে। এটি স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী শাখার সমন্বয়ে গঠিত। বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে প্রতিরক্ষার দ্বিতীয় লাইন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর। গত ৫ আগস্ট প্রধানমন্ত্রি শেখ হাসিনার দেশ ত্যাগের পরদিন দু’স্বেচ্ছাসেবী গঠনের সদস্যরা নিরলসভাবে জনসেবায় কাজ করছে। তাদের সংগে যুক্ত হয়েছে বাংলাদেশ রোভার স্কাউটস সদস্যরাও।
বিএনসিসি সদস্যরা জানান, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কর্পস (বিএনসিসি), পঞ্চগড় কলেজ শাখার সভাপতি পঞ্চগড় জেলা প্রশাসক মহোদয়। জেলা প্রশাসনের অনুমতিতে সংগঠনের সদস্যরা নানারকম স্বেচ্ছাসেবক কাজে নিয়োজিত হয়ে থাকে। অতিরিক্ত জেলা প্রশাসক, পঞ্চগড় আবু সাঈদ মহোদয়ের অনুমতি সাপেক্ষে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কর্পস (বিএনসিসি) ১০ জন সদস্য শহরে সড়কে যানবাহনের সুশৃঙ্খলা ফেরাতে কাজ করিছ।
বাংলাদেশ রোভার স্কাউটস সিনিয়র রোভার মেট সোলাইমান আলী বলেন, পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. দেলোয়ার হোসেন স্যার বাংলাদেশ রোভার স্কাউটস, পঞ্চগড় এর কমিশনার এবং আবদুল কাদের (উড ব্যাচার) সম্পাদক এর নেতৃত্বে ২০ জন সদস্য জেলা শহরে ট্রাফিকের দায়িত্ব পালন করছি। আমাদের সংগে কয়েকজন আসনার ও ভিডিপি সদস্য আছেন। প্রথম পর্যায় আমাদের যানবাহনের আইন শৃঙ্খলা ফেরাতে বেশ কষ্ট হয়েছে। তবে এখন সাধারণ জনসাধারণ ও যানবাহন চালকরা আমাদের বেশ সহযোগিতা করছে। দেশের এই ক্লান্তিলগ্নে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করার সুযোগ পেয়ে নিজেকে গর্বিত মনে করছেন শিক্ষার্থীরা।