কারও হাতে ঝাড়-, কারও হাতে ঝুড়ি, আবার কারও হাতে ট্রাফিক সিগনালের জন্য বাশি ও লাঠি। দেশকে পরিশুদ্ধ করার অঙিকার নিয়ে বিভিন্ন স্থানে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান আর ব্যস্ততম সড়কে শৃঙ্খলা ফেরাতে উদ্যোমী হয়ে উঠেছে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল থেকে উপজেলা সদরের বিভিন্ন স্থানে ও সড়কে দেখা গেছে তাদের রাষ্ট্র সংস্কারের নানামুখী কাজে ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সামাজিক সংগঠনগুলোকে। চোখে পড়েছে বিভিন্ন মাদ্রাসার ছাত্রদেরকেও। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে পড়ে যখন বাংলাদেশ সরকার শেখ হাসিনা পদত্যাগ করে দেশে ছেড়ে পালিয়ে যান এরপরই শুরু হয় বিভিন্ন জায়গায় ভাঙচূর। এতে করে রাস্তাঘাটসহ বিভিন্ন স্থানে আবর্জনায় পরিপূর্ণ হলে ময়লা আবর্জনা পরিস্কারে মাঠে নামে এসব শিক্ষার্থীসহ সামজিক সংগঠনের স্বেচ্ছাসেবকরা। উপজেলা চত্বর, বাসস্ট্যান্ড, কলেজ মোড়, বিএসসি মোড়, বলদিটারী মোড়সহ আরও অনেক জায়গাতেই দেখা মিলেছে শিক্ষার্থীদের এসব কর্মযজ্ঞ। বেলা ১২ টার দিকে দেখা মেলে নাগেশ্বরী ডিএম একাডেমির শিক্ষার্থীরা উপজেলা চত্বরে ঝাড়- দিয়ে পরিস্কার পরিচ্ছন্নতার কাজে নেমে পড়েছেন। এরপরই দেখা মেলে উপজেলা প্রশসান স্কুল এ- কলেজের শিক্ষার্থীরা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে ময়লা আবর্জনা পরিস্কার শুরু করে শেষ করেন উপজেলা চত্বরের আরও বেশ কিছু স্থান। উপজেলা প্রশাসন স্কুল এ- কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ইশরাত জাহান ছড়া, ডিএম একাডেমির ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইসরাফিল হক নাবিল, দশম শ্রেণির মাহির তাজওয়ার নাঈম, আতকিয়া তাসনিম আবৃত্তি, নবম শ্রেণির নুশরাত জাহান লোটাস জানায়, ছাত্রদের ত্যাগে আমাদের দেশটাকে নতুন করে স্বাধীন করতে পেড়েছি। ফলে দেশে অনেক ভাঙচূর হয়েছে। তাই দেশটাকে পরিশুদ্ধ করতে ও নতুন করে সাজাতে আমরা শিক্ষার্থীরা মাঠে নেমেছি। আমাদের অনেক বন্ধু ও বড় ভাই আছেন যারা কালেজ মোড়, বাসস্ট্যান্ডসহ বিভিন্ন মোড়ে মোড়ে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন। বিষিয়টি নজর কেড়েছে উপজেলার সকল স্তরের মানুষের। এতে করে প্রশংসায় ভাসছেন শিক্ষার্থীরা।