পিরোজপুরের সাবেক এমপি জেলা বিএনপির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা গাজী নুরুজ্জামান বাবুল এর দু’দফা জানাযা শেষে বৃহস্পতিবার দাফন সম্পন্ন হয়েছে।
বুধবার দুপুরে ঢাকার হলিফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যাওয়ার পর ওইদিন রাতে তাঁর মরদেহ পিরোজপুর শহরের বাসভবনে নেওয়া হয়। বৃহস্পতিবার জেলার ভান্ডারিয়া উপজেলায় তার দ্বিতীয় নামাজে জানাযা শেষে পিরোজপুরে এনে স্থানীয় কেন্দ্রীয় ঈদগাহে তৃতীয় জানাযা শেষে পিরোজপুর পৌর মুক্তিযোদ্ধা কবরস্থানে দাফন করা হয়। এর আগে পুলিশের একটি দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। মরহুম গাজী বাবুলের জানাযায় পিরোজপুর জেলা বিএনপি ও ৭টি উপজেলা বিএনপির সব পর্যায়ের নেতা-কর্মী, মুক্তিযোদ্ধা, বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য ঢাকায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মরহুম বাবুলের প্রথম নামাজে জানাজা অনুাষ্ঠি হয়।