স্বৈর শাসক শেখ হাসিনার পতন পরবর্তী উদ্ভুত পরিস্থিতি ও শান্তি রক্ষায় বৃহস্পতিবার পিরোজপুরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুর ২ টায় পিরোজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ জাহেদুর রহমানের সভাপতিত্বে স্থানীয় বিভিন্ন সরকারী কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গের সাথে মতবিনিময়ে ৭ পদাতিক ডিভিশন বরিশাল এরিয়ার জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লা প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
তিনি তার বক্তব্যে বলেছেন সরকারী বা বেসরকারী স্থাপনা আমাদের সম্পদ তথা আমাদের জাতীয় সম্পদ। এ সম্পদ রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। সাম্প্রতিক কোটা আন্দোলন বিরোধী সংগ্রামে পিরোজপুরে কোন প্রানহানি হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীকে কোন গুলি খরচ করতে হয়নি। পিরোজপুরে কোথাও কোন মন্দিরে বা অন্যকোন উপসনালয়ে আঘাত আসেনি। এটি কেবল সকলের সার্বিক সহযোগিতায় সম্ভব হয়েছে। ভবিষ্যতেও পিরোজপুরের শান্তি রক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষায় ছাত্রদের সাথে নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন, জনপ্রতিনিধি ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে গ্রাম পর্যায় পর্যন্ত ছোট ছোট কমিটি করে নিয়মিত পাহাড়ার ব্যবস্থা করতে হবে। তিনি বলেছেন ছাত্ররা ভাল কাজ করেছে আমরা ওদের পাশে আছি। তিনি জেলা প্রশাসককে উদ্দেশ্য করে বলেন, যেকোন অবস্থায় পিরোজপুরের মানুষের জানমাল রক্ষা করতে হবে। এজন্য রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দের সাথে জেলা প্রশাসকের বৈঠক করার আহবান জানান।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পিরোজপুর সেনা ক্যাম্প ইনচার্জ লেফটেন্যান্ট কর্নেল আরিফ, পুলিশ প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট এস. এম. রেজাউল ইসলাম শামীম, সাংবাদিক মুনিরুজ্জামান নাসিম আলী প্রমুখ।