দিনাজপুরের চিরিরবন্দরে আইনশৃংখলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৮ আগস্ট বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক সহযোগিতায় বিশেষ আইনশৃংখলা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এ কে এম শরীফুল হক। সভায় বিএনপির সাবেক সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আখতারুজ্জামান মিয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান জামায়াত নেতা আলহাজ¦ মোঃ আফতাব উদ্দিন মোল্লা, সহকারি কমিশনার (ভূমি) রুনাল্ট চাকমা, থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান, দিনাজপুর জেলা পরিষদের সদস্য বিএনপি নেতা নুর এ আলম সিদ্দিকী নয়ন, বিএনপি নেতা নুর আলম সরকার দুলু, অধ্যক্ষ মমিনুল ইসলাম, মেছবাহুল ইসলাম, জামায়াতের আমীর রাশেদুল হক, সাবেক আমীর লুৎফর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র সমন্বয়ক ফিহান সরকার, মাঈশা ইতু, তৌহিদা বুলবুল মৌরী বক্তব্য রাখেন। এরপর দুপুর ১ টায় অফিসার্স ক্লাবে চিরিরবন্দরের ছাত্র আন্দোলনের সমন্বয়ক, সাংবাদিক, ব্যবসায়ী, ঈমাম, ইউপি চেয়ারম্যান, ক্রীড়া সংগঠক, বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তি ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় সকল সমন্বয়কগণ বিভিন্ন দাবি নিয়ে বক্তব্য রাখেন। সকল নেতৃবৃন্দ শান্ত থেকে শৃংখলা মেনে চলার আহবান জানান।